পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার আবেদন গ্রহণ কাল থেকেই

668
0
PSC, West Bengal Public Service Commission, PSC Exam

প্রায় একযুগ বন্ধ থাকার পর পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার জন্য আবার আবেদন গ্রহণ শুরু হচ্ছে।

ক্লার্কশিপ ২০১৯-এর মাধ্যমে রাজ্যের সরকারি দপ্তরগুলির ক্ল্যারিক্যাল শূন্যপদগুলিতে নিয়োগের জন্য অনলাইন আবেদন শুরু হবে কাল ২২ ফেব্রুয়ারি থেকে।

প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।

বিজ্ঞপ্তি নম্বর: ০৫/২০১৯। মাঝখানে রাজ্যের স্টাফ সিলেকশন কমিশন গঠন করে এলডিএ/এলডিসি নিয়োগের পরীক্ষার মাধ্যমে গ্রুপ-সি পদে নিয়োগের ব্যবস্থা করা হয়, কিন্তু সরকার আবার স্টাফ সিলেকশন কমিশনকে নিস্ক্রিয় করার পর ক্লার্কশিপ ফিরে আসে পিএসসির হাতেই।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স, সম্ভাব্য শূন্যপদের সংখ্যা ইত্যাদি জানানো হয়নি, এবিষয়ে জানা যাবে ২২ তারিখ বেলা সাড়ে এগারোটার পর।

গত কয়েকবছরে পরীক্ষা না হওয়ার কারণে যাঁদের আবেদনের বয়স পেরিয়ে গেছে তাঁদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা থাকে কিনা বা গত কয়েক বছরে অবসরগ্রহণ ও নিয়োগহীনতার ফলে শূন্যপদ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে কিনা তা নিয়ে প্রার্থীমহলেও বিপুল আশা ও কৌতূহলের সঞ্চার ঘটেছে।

আবেদনের পদ্ধতি: www.pscwbapplication.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ওয়েবসাইটে গিয়ে ‘ওয়ান টাইম এনরোলমেন্ট’ করতে হবে।

এই এনরোলমেন্ট করার পদ্ধতি সম্বন্ধে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি (https://jibikadishari.co.in/?p=7237)।

যাঁরা আগে ‘ওয়ান টাইম এনরোলমেন্ট’ করেছেন তাঁদের পুনরায় করতে হবে না, আগের রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি দিয়েই সরাসরি আবেদন করা যাবে।

রেজিস্ট্রেশন যখন খুশি করে রাখা যায়, তারপর অনলাইন আবেদন করা যাবে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ ২০১৯ রাত ১২টা পর্যন্ত।

আবেদনের ফিও অনলাইনে দেওয়া যাবে, অফলাইনে দিতে চাইলে দেওয়া যাবে ২৬ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত।

পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্কনিয়োগ পরীক্ষার আবেদন শুরু: https://jibikadishari.co.in/?p=10021