কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ এপ্রিল ২০২৪

101
0
Current Affairs 24th April

আন্তর্জাতিক
  • ইরানের সঙ্গে পাকিস্তানের সখ্য ভালো চোখে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তান যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে তারা। এই ভাষায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, তিনদিনের পাকিস্তান সফরে এসেছিলেন ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রইসি ।বিশেষ করে ইরানের সঙ্গে ইজরায়েলের সম্পর্কের অবনতি এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মুখে এই সফর নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরের মুখ্য উপসচিব বেদান্ত প্যাটেলের কথায়। এই সফরে আটটি দ্বিপাক্ষিক সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে ইরান ও পাকিস্তানের মধ্যে।
  • তাপপ্রবাহে কাবু ফিলিপিন্স ।সেখানকার ত্রিশটি শহর এলাকার তাপমাত্রা ৪২ ডিগ্রি বা আরো বেশি। এই পরিস্থিতিতে সেখানে স্কুলগুলিতে অনলাইন ক্লাস চালু করল প্রশাসন।
জাতীয়
  • রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণের পর ওই পদটি শূন্য হয়েছিল। রামকৃষ্ণ মঠ ও মিশনের সতেরোতম  সঙ্ঘাধ্যক্ষ হলেন  স্বামী গৌতমানন্দ।
খেলা
  • ৫১তম জন্মদিন পালন করলেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। সম্প্রতি ঝাড়খণ্ডে অনগ্রসর শিশুদের সঙ্গে সময় কাটিয়েছিলেন শচীন। ফুটবল খেলেছিলেন। নিজের জন্মদিনে ছবিসহ সেই অভিজ্ঞতাই সমাজমাধ্যমে জানালেন তিনি।
  • আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতায় দূত হিসাবে বিশেষ ভূমিকা পালন করবেন উসেইন বোল্ট। এদিন আইসিসি সূত্র এই খবর জানিয়েছে।
  • আই এস এল এর সেমিফাইনালে প্রথম পর্বে এফসি গোয়াকে ৩-২ গোলে হারিয়ে দিল মুম্বই সিটি। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত গুগল এ পিছিয়ে ছিল মুম্বই।
বিবিধ
  • ভারতের প্রচুর খাদ্যদ্রব্যে ক্যান্সারের বিষ মিলেছে বলে জানাল ইউরোপীয় ইউনিয়ন। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত অন্তত ৫২৭ টি খাদ্য খাদ্যদ্রব্যে বিষ পাওয়া গেছে বলে ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা বিভাগ অভিযোগ করেছে। তাদের অভিযোগ বিভিন্ন খাদ্যদ্রব্যে ইথিলিন অক্সাইড পাওয়া গেছে যা মানুষের শরীরে ক্য়ানসারের সম্ভাবনা বাড়িয়ে দেয়।
  • ভারতীয়দের জুতোর মাপ এর জন্য আলাদা করে একক বানানো হচ্ছে। তার নাম দেওয়া হয়েছে ভা। অল্প কিছুদিনের মধ্যেই এই নতুন এককে জুতো তৈরি হবে এবং বিপণন করা হবে বলে জানা গেছে।।