কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মার্চ, ২০১৯

359
0
Current Affairs 13 March 2019

আন্তর্জাতিক

  • কোনোরকম চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে ব্রিটেনের বেরিয়ে আসার প্রস্তাব খারিজ হয়ে গেল ব্রিটিশ সংসদে। মাত্র আগের দিনই প্রধানমন্ত্রী টেরেসা মে-র পেশ করা চুক্তির সংশোধিত প্রস্তাবও খারিজ হয়েছিল। ফলে ২৯ মার্চ ইইউ ছেড়ে বেরিয়ে আসার নির্ধারিত দিন নিয়ে জট রয়ে গেল ব্রিটেনের।
  • ব্রাজিলের সাওপাওলোয় একটি স্কুলে গুলি চালিয়ে ৮ জনকে হত্যা করল এক দুষ্কৃতী। নিহতদের মধ্যে ৫ জনই স্কুল পড়ুয়া।
  • বিদ্যুৎ সংকট থেকে বাঁচতে চিন ও রাশিয়ার কাছে সাহায্য চাইলেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। গত এক সপ্তাহ ধরে দেশটি নিষ্প্রদীপ।

জাতীয়

  • চিনের আচরণকে ‘হতাশাজনক’ বলল ভারত। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহারকে সন্ত্রাসবাদী চিহ্নিত করণের প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিয়েছে চিন। এই নিয়ে চতুর্থবার।
  • মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের আতঙ্কে পদপিষ্ট হয়ে মৃত্যু হল একজনের।

বিবিধ

  • আগমী ১২ এপ্রিল থেকে বাংলাদেশের সিনেমা হলগুলি বন্ধ করে দেওয়া হবে বলে জানাল সে দেশের চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সমিতির দাবি, বাংলা দেশে নির্মিত ছবিগুলি দর্শক টানতে পারে না। হলগুলি বেঁচে আছে বিদেশি ছবি প্রধানত ভারতীয় বাংলা ছবিরই কারণে। কিন্তু সরকারি স্তরে নানা গড়িমসিতে ভারতীয় বাংলা ছবির মুক্তি আটকে দেওয়া হচ্ছে। পরিস্থিতি না বদলালে তাঁরা হল বন্ধ করে দিতে বাধ্য হবেন।

খেলা

  • চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। রাউন্ড অব সিক্সটিনে তারা জুভেন্তাসের কাছে ৩-০ গোলে হারল। ফল ৩-২। এদিন হ্যাট্র্কি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগে এটি তাঁর অষ্টম হ্যাট্রিক। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১২৪টি গোল হয়ে গেল তাঁর। এদিন চ্য্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে ম্যাঞ্চস্টোর সিটি ৭-০ গোলে শালকে-কে হারাল। দুই পর্ব মিলে তারা ১০-২ ব্যবধানে জয়ী হল।
  • একদিনের ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ৩৫ রানে হারাল ভারতকে। ০-২ ব্যবধানে পিছিয়েও ৩-২ ফলে সিরিজও জিতে নিল তারা।