এয়ার ইন্ডিয়ায় ১৮৫ এজেন্ট

631
0
Air india Recruit

এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট লিমিটেডে ১৮৫ জন কাস্টমার এজেন্ট, র‍্যাম্প সার্ভিস এজেন্ট, ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। তিন বছরের চুক্তিতে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: কাস্টমার এজেন্ট: ১০০। র‍্যাম্প সার্ভিস এজেন্ট/ র‍্যাম্প সার্ভিস এজেন্ট (এলজি): ২৫। ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার: ৬০।

যোগ্যতা: কাস্টমার এজেন্ট: গ্র্যাজুয়েট (১০+২+৩) সঙ্গে আইএটিএ-ইউএফটিএ/ আইএটিএ-এফআইএটিএএ/ আইএটিএ-ডিজিআর/ আইএটিএ-সিএআরজিও-তে ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন (১০+২+৩) সঙ্গে রিজার্ভেশন, টিকেটিং, কম্পিউটারাইজড প্যাসেঞ্জার চেকিং/ কার্গো হ্যান্ডলিংয়ে এক বছরের অভিজ্ঞতা।

র‍্যাম্প সার্ভিস এজেন্ট: মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ প্রোডাকশন/ ইলেক্ট্রনিক্স/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা অথবা মোটর ভিকল/ অটো ইলেক্ট্রিক্যাল/ এয়ার কন্ডিশনিং/ ডিজেল মেকানিক/ বেঞ্চ ফিটার/ ওয়েল্ডার ট্রেডে আইটিআই। স্থানীয় ভাষার জ্ঞান থাকলে অগ্রাধিকার। ট্রেড টেস্টের সময় বৈধ ভারী যান চালানোর লাইসেন্স দেখাতে হবে।

ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার: দশম শ্রেণি উত্তীর্ণ। ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ এপ্রিল ২০১৯-এর মধ্যে।

বেতনক্রম: কাস্টমার এজেন্ট ও র‍্যাম্প সার্ভিস এজেন্টের ২০১৯০ টাকা। র‍্যাম্প সার্ভিস এজেন্ট (এলজি)-র ১৮৩৬০ টাকা। ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভারের ১৮৩৬০ টাকা।

বয়সসীমা: ১ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: কাস্টমার এজেন্টের ইন্টারভিউ হবে ২৫ এপ্রিল ২০১৯। র‍্যাম্প সার্ভিস এজেন্ট/ র‍্যাম্প সার্ভিস এজেন্ট (এলজি) পদের ইন্টরভিউ হবে ৩০ এপ্রিল ২০১৯। ইউটিলিটি এজেন্ট কাম র‍্যাম্প ড্রাইভার পদের ইন্টারভিউ ২ মে ২০১৯।

ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Systems & Training Division, 2nd Floor, GSD Complex, Near Sahar Police Station, Airport Gate No- 5, Sahar, Addheri-E, Mumbai 400099.

ইন্টারভিউয়ের দিন আবেদনের ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘AIR INDIA AIR TRANSPORT SERVICES LTD’-এর অনুকূলে, প্রদেয় হবে মুম্বইয়ে। ডিমান্ড ড্রাফটের পিছনে নিজের পুরো নাম ও ফোন নম্বর লিখতে হবে। তপশিলি জাতি/ উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

http://www.airindia.in/writereaddata/Portal/career/728_1_1-Final-Draft-Advt-For-Mumbai-as-on-03042019.pdf লিঙ্ক থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। ইন্টারিভউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা সেই দরখাস্ত ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.airindia.in ওয়েবসাইটে।