হিন্দুস্তান কপারে ১৬১ ট্রেড অ্যাপ্রেন্টিস

1041
0
Hindustan Copper Apprentice

কেন্দ্রীয় সরকারের হিন্দুস্তান কপার লিমিটেডের ক্ষেত্রী কপার কমপ্লেক্সে ১৬১ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: HCL/KCC/HR/Trade Appt/3/2019.

শূন্যপদের বিন্যাস: মেট (মাইনস): ৩০ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৬, ইডব্লুএস ২)। ব্লাস্টার (মাইনস): ৩০ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৬, ইডব্লুএস ৩)। ফিটার: ২৫ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৫, ইডব্লুএস ৩)। টার্নার: ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ১)। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ১৫ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি ৩, ইডব্লউএস ১)। ইলেক্ট্রিশিয়ান: ৩০ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৬, ইডব্লুএস ৩)। ইলেক্ট্রনিক্স মেকানিক: ৬ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১, ইডব্লউএস ১)। ড্রাফটসম্যান (সিভিল): ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ২ (অসংরsক্ষিত ১, তপশিলি উপজাতি ১)। মেকানিক ডিজেল: ১০ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। পাম্প অপারেটর কাম মেকানিক: ১ (অসংরক্ষিত)। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ২ (তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। ওয়াইয়ারম্যান: ২ (তপশিলি উপজাতি ১, ওবিসি ১)।

যোগ্যতা: ১০+২ সিস্টেমে ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ। ২০১৬ সালে বা তার পরে আইটিআই পাশ করে থাকলে তবেই আবেদন করতে পারবেন। মেট (মাইনস) ও ব্লাস্টার (মাইনস) ট্রেডের ক্ষেত্রে শুধুমাত্র ১০+২ সিস্টেমে ম্যাট্রিকুলেশন পাশ হলেই আবেদন করতে পারবেন। সবারই, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৮ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে।

বয়সসীমা: ২৮ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.apprenticeship.gov.in ওয়েবসাইটে গিয়ে আগে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। তারপর www.hindustancopper.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে জানা যাবে আগামী ২৫ ফেব্রুয়ারি। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইটে জানা যাবে।