কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ ফেব্রুয়ারি ২০২০

421
0

আন্তর্জাতিক

  • ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হিসাবে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সাজিদ জাবিদ পদত্যাগ করায় পদটি খালি হয়েছিল। এতদিন অর্থ প্রতিমন্ত্রী ছিলেন সুনক। ব্রিটে্নের মন্ত্রিসভায় গুরুত্বের দিক থেকে দ্বিতীয় স্থানটি অর্থমন্ত্রীর।
  • চিনে একদিনে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু হল ২৪২ জনের। এর আগে একদিনে এতজন এই সংক্রমণে প্রাণ হারাননি। রোগ সংক্রমণে চিনে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩৬৭। এদিকে টোকিও বন্দরে দাঁড়িয়ে থাকা জাপানের জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে আরও ৪৪ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ওই জাহাজের ১০ জন কর্মী সহ ২১৮ জন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন।

জাতীয়

  • ফৌজদারি মামলা রয়েছে যেসব ব্যক্তির নামে তাদের কেন ভোটের টিকিট দেওয়া হচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে রাজনৈতিক দলগুলিকে। দলীয় প্রার্থীদের ফৌজদারি অপরাধের তালিকা বিস্তারিত ভাবে প্রকাশ করতে হবে ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায়। এই নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী সাংসদদের মধ্যে ২৩৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
  • নয়া দিল্লির বিজ্ঞান ভবনে বঙ্গোপসাগরীয় দেশগুলির মঞ্চ ‘বিমস্টেক’-এর মাদক পাচার রোধ সংক্রান্ত সম্মেলনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • কলকাতায় ইস্ট ওয়েস্ট মেট্রোর ৪.৮ কিলোমিটার দীর্ঘ প্রথম অংশের উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ৫টি স্টেশন ১৪ মিনিটে অতিক্রম করবে মেট্রো।

বিবিধ

  • বিশ্বের সবথেকে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি পেলেন জাপানের চিতেতসু ওয়াতানাবে। ১৯০৭ সালের ৫ মার্চ তাঁর জন্ম হয়েছিল। তাঁকে ওই স্বীকৃতি জানাল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।
  • জীবাশ্ম জ্বালানি থেকে বিশ্বে প্রতিদিন টাকার মূল্যে  যে পরিমাণ বায়ুদূষণ হয় তার পরিমাণ ৮০০ কোটি ডলার। এই অঙ্ক বিশ্ব অর্থনীতির ৩.৩ শতাংশ। দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে। বায়ুদূষণে প্রথম তিনটি দেশ হল চিন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত।

খেলা

  • আই লিগে ইস্টবেঙ্গল–পাঞ্জাব এফসি ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল। শেষ ৭ ম্যাচ ইস্টবেঙ্গল একটিতে জিতেছে, পাঁচটিতে হেরেছে ও একটি ম্যাচ ড্রু করেছে। আই লিগে ১১টি দলের মধ্যে তাদের স্থান এখন নবম।
  • আন্তর্জাতিক হকি সংস্থার বিচারে প্রথম ভারতীয় হিসাবে ২০১৯ সালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মনপ্রীত সিং।
  • বিশ্ব বক্সিং স্থানাঙ্কে ৫২ কেজি বিভাগে এক নম্বর ক্রম পেলেন ভারতের অমিত পাঙ্ঘাল।