কারেন্ট অ্যাফেয়ার্স ১১ মে ২০২০

740
0

আন্তর্জাতিক

  • কোভিড-১৯ সংক্রমণে বিশ্বের দুই শতাধিক দেশে ২,৮৬,২২৬ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ৪২,৩৮,৮২২ জন৷ পাশাপাশি দেড় লক্ষাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন৷ রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১১,৬৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ মোট আক্রান্তের নিরিখে তারা ইতালি, ফ্রান্সকে টপকে গেল৷ ফ্রান্সে এদিন লকডাউনের নিষেধাজ্ঞা প্রত্যাহৃত হল৷ ব্রিটেনে এদিন সংসদের অধিবেশনও বসল৷ সেখানে আগামী মাসে স্কুল এবং তার পরের মাসে রেস্তোরাঁ খোলার কথা বলা হল৷ পাকিস্তানে, বাংলাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা যথাক্রমে ৬৬৭ ও ২২৮৷ এদিকে তেলের দাম পড়ে যাওয়ায় বেসামাল অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে বিভিন্ন খাতে রাজস্ব ৩ গুণ বাড়ানোর কথা জানাল সৌদি আরব৷ অন্যদিকে নোভেল করোনা ভাইরাসের উৎপত্তি বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪টি অভিযোগ খারিজ করে চিনের সরকারি ওয়েবসাইটে ১১ হাজার শব্দের একটি প্রবন্ধ প্রকাশিত হল৷

 

জাতীয়

  • পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে দিনে ৩০০টি করে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে৷ ২৪ কামরার ট্রেনে নেওয়া হচ্ছে ১৬০০ জন যাত্রী৷ ১৫ জোড়া কোভিড স্পেশ্যাল বাতানুকূল ট্রেনও সপ্তাহে ৭ দিনই চালানোর সিদ্ধান্ত জানানো হল৷ ১৮ মে থেকে অন্তর্দেশীয় উড়ান শুরুর ইঙ্গিত মিলেছে৷ দেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ভিডিও সম্মেলন করলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে৷ এরই মধ্যে দেশে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৭১,১৫২৷ মৃত্যু হয়েছে ২,২০৬ জনের৷ পশ্চিমবঙ্গে ২,০৬৩ জন আক্রান্ত হয়েছেন৷ সক্রিয় আক্রান্ত ১,৩৭৪ জন৷ প্রাণহানি হয়েছে ১১৮ জনের৷ “কো-মর্বিডিটির কারণে” ৭২ জনের মৃত্যু হয়েছে৷ দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪,২১৩ জন৷ মহারাষ্ট্র ও গুজরাটে করোনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২২,১৭১ এবং ৮,১৯৪৷ ওই দুই রাজ্যে মৃতের সংখ্যা যথাক্রমে ৮২৩ ও ৪৭২৷

 

বিবিধ

  • পালিত হল জাতীয় প্রযুক্তি দিবস৷ ১৯৯৮ সালের ১১ মে রাজস্থানের পোখরানে পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর থেকে এই দিনটি জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে পালন করা হয়৷

 

খেলা

  • নিজের দেখা ব্যাটসম্যানদের মধ্যে ৫ জন শ্রেষ্ঠ ব্যাটসম্যানের নাম প্রকাশ করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিয়েস্টার কুক৷ তাঁরা হলেন ব্রায়ান লারা, রিকি পন্টিং, কুমার সঙ্গকারা, জাক কালিস ও বিরাট কোহলি৷
  • বল বিকৃতিকে বৈধ করা উচিত বলে আইসিসির কাছে দাবি জানালেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল৷