কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ মে ২০২০

491
0

আন্তর্জাতিক

  • দুনিয়া জুড়ে করোনা ভাইরাস সংক্রমণে ৩৬০০৪৬ জনের মৃত্যু হয়েছে৷ ৫৮৬০১৩৩ জন আক্রান্ত৷ মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে করোনায়৷ এই সংখ্যা কোরিয়া যুদ্ধ (৩৬ হাজার) ও ভিয়েতনাম যুদ্ধের (৫৮ হাজার) থেকেও বেশি প্রাণহানি ঘটিয়েছে৷ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ অতিক্রম করল৷ সংক্রমণ বেড়েছে পাকিস্তানেও৷ সেখানে আক্রান্ত হয়েছেন ৬১ হাজারের বেশি মানুষ, প্রায় তেরোশ জনের প্রাণহানি হয়েছে৷
  • হংকংয়ের জন্য নতুন নিরাপত্তা বিল অনুমোদন করল চিনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস৷ এটি আইনে পরিণত হলে স্বায়ত্তশাসিত শহরটির নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে চিনের দাবি৷ প্রসঙ্গত, গত বছর চিন প্রশাসনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন হয়েছে হংকংয়ে৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় ৬৫৬৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ দেশে মোট সংক্রমণের সংখ্যা ১৫৮৩৩৩৷ মৃত্যু হয়েছে মোট ৪৫৩১ জনের৷ মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে ১২ দিনে৷ মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন প্রায় ৫৭ হাজার মানুষ৷ মৃত্যু হয়েছে ১৮৯৭ জনের৷
  • পঙ্গপালের হানাদারি ঠেকাতে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব ও হরিয়ানার ৫০টি জেলায় হাই অ্যালার্ট জারি করল কেন্দ্রীয় সরকার৷ রাজস্থানে প্রতিবছরই পঙ্গপালের দল উড়ে আসে৷ এবার তাদের প্রকোপ বৃদ্ধি পেয়েছে ২৭ বছর পর৷

 

 

বিবিধ

  • ই-প্যান প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ এক্ষেত্রে আধারের তথ্য দিয়ে অনলাইনে তৎক্ষনাৎ মিলবে প্যান নম্বর৷
  • ১ আগস্ট থেকে মিস্টির দোকানগুলিতে মিস্টি তৈরির তারিখ ও এক্সপায়ারি ডেট উল্লেখ করতে হবে বলে জানালো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া৷

 

 

খেলা

  • জাতীয় গেমস বাতিল করল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনস৷ গোয়ায় আগামী ২০ অক্টোবর থেকে এই প্রতিযোগিতার আসর বসার কথা ছিল৷
  • অস্ট্রেলিয়া সফরে ভারত প্রথম ম্যাচটি খেলবে ১১ অক্টোবর, শেষ ম্যাচ ২০২১ সালের ১৭ জানুয়ারি৷ এই সফরে ভারত ৩টি টোয়েন্টি, ৪টি টেস্ট, ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে বলে এদিন পূর্ণাঙ্গ ক্রীড়াসূচী প্রকাশ করলো৷