স্টাফ সিলেকশনের স্থগিত পরীক্ষাগুলির তারিখ ঘোষণা

750
0
upcoming govt exam date

করোনা ভাইরাসের কারণে দেশ জুড়ে লকডাউনের জন্য স্টাফ সিলেকশন কমিশনের বেশ কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সম্প্রতি (গত ১ জুন ) কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে স্থগিত করা পরীক্ষাগুলির তারিখ ঘোষণা করা হয়েছে৷
কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল পরীক্ষা ২০১৯ টিয়ার ওয়ান হবে আগামী ১৭ আগস্ট থেকে ২১ আগস্ট ও ২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট৷
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল ও কোয়ান্টিটি সার্ভেয়িং অ্যান্ড কনট্র্যাক্টস) পরীক্ষা পেপার ওয়ান, ২০১৯ হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর৷
সিসলেকশন পোস্ট এগজামিনেশন ২০২০- অষ্টম পর্যায়ের পরীক্ষা হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত৷
স্টেনোগ্রাোর গ্রেড “সি” ও “ডি” এগজামিনেশন ২০১৯-এর তারিখ আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর৷
দিল্লি পুলিশ সাব-ইনস্পেক্টর ও সিএপিএফস এগজামিনেশন পেপার ওয়ান ২০২০ হবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ও ৫ অক্টেবর৷
জুনিয়র হিন্দ ট্র্যান্সলেটর, জুনিয়র ট্র্যান্সলেটর, সিনিয়র হিন্দি ট্র্যান্সলেটর ও হিন্দি প্রাধ্যাপক এগজামিনেশন পেপার ওয়ান ২০২০ হবে আগামী ৬ অক্টোবর৷
কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা টিয়ার টু ২০১৯ হবে আগামী ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর৷
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_regarding_Schedule_of_Examinations_20200601.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন৷