পশ্চিম বর্ধমান জেলায় ৮৯ নার্স

605
0
Nurse recruitment 2022

পশ্চিম বর্ধমান জেলায় এনইউএইচএম  প্রকল্পের জন্য চুক্তির ভিত্তিতে স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: Memo No: 2129/DH&FWS/ASNL. প্রাথমিক ভাবে ৩১-৩-২০১৯ পর্যন্ত চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে পরে তার নবীকরণ হতে পারে কাজকর্ম বিবেচনা করে।

শূন্যপদএএমসি ৬৭টি পদ (অসংরক্ষিত ২২, এসসি ১০, এসটি ৩, ওবিসি-এ ৫, ওবিসি-বি ৩ পিএইচ ২), ডিএমসি ২২ (অসংরক্ষিত ১০, এসসি ৬, এসটি ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ২, পিএইচ ১)

যোগ্যতা: এই পদের জন্য যোগ্যতা লাগবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম পাশ। স্থানীয় ভাষায় দক্ষতা হবে।

বয়সসীমা: আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৬৪ বছর।

বেতনক্রম:  মোট ১৭,২২০ প্রতি মাস।

আবেদন পদ্ধতি:  ২৩ মার্চ, ২০১৮ বিকাল ৫টার মধ্যে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। ফর্ম পাবেন নিচের ওয়েবসাইটে। পূরণ করা আবেদন পত্রের সঙ্গে বয়স, সমস্ত পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট, বাসস্থান ইত্যাদি সংক্রান্ত প্রয়োজনীয় নথির নিজের অ্যাটেস্টেড কপি দিতে হবে। রেজিস্টার্ড / স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। খামের ওপর প্রার্থিত পদের নাম ক্যাপিটাল লেটারে লিখে দেবেন।

আবেদন পাঠানোর ঠিকানা: The Chief Medical Officer of Health, Kalyanpur, Beside CWC Office, Asansol -713305

আবেদন পত্রের নমুনা পাওয়া যাবে এই লিঙ্কে: www.wbhealth.gov.in

বা সরাসরি লিঙ্ক: http://bardhaman.gov.in/employment/recru_cmoh_2129_070318.pdf