কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ এপ্রিল ২০১৮

782
0
current-affairs-18042018-picture

জাতীয়

  • ‘স্টাডি ইন ইন্ডিয়া’ প্রকল্পের সূচনা হল। নয়াদিল্লিতে ৩০টি দেশের রাষ্ট্রদূত ও বিদেশি পডুয়াদের উপস্থিতিতে এই ওয়েবসাইটের উদ্বোধন করলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। বিদেশের ছাত্রছাত্রীদের ভারতীয় প্রতিষ্ঠানে পড়ার সুযোগ বাড়াতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
  • কমনওয়েলথভুক্ত দেশগুলির বৈঠকে যোগ দিতে লন্ডন পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ব্রিটিশ বিদেশ সচিব বরিস জনসন। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেজা মে-র সঙ্গে বৈঠক হল তাঁর। ব্রিটেনে বিভিন্ন ভারতীয় সংস্থার ১০০ কোটি পাউন্ড বিনিয়োগের কথা উঠে এসেছে বৈঠকে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সম্মত হল দুই দেশ।

আন্তর্জাতিক

  • সিরিয়ার দুমা শহর থেকে কাজ অসমাপ্ত রেখে পালিয়ে আসতে হয়েছে বলে দাবি করলেন রাষ্ট্রসঙ্ঘের পর্যবেক্ষকরা। দুমায় রাসায়নিক অস্ত্র ব্যবহৃত হয়েছে কিনা তা দেখতে গিয়েছিলেন ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস’-এর সদস্যরা। সেখানে তাঁদের লক্ষ্ করে গুলি চালানো হয় বলে অভিযোগ।
  • বারবারা বুশ (৯২) প্রয়াত হলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি হলেন দ্বিতীয় নারী যাঁর স্বামী ও পুত্র দুজনেই রাষ্ট্রপতি পদে বসেছিলেন। তিনি ছিলেন জর্জ হারবার্ট ওয়াকার বুশের স্ত্রী এবং জর্জ ডব্লু বুশের মা। মার্কিন মুলুকে তাঁর আগে কেবল অ্যাবিগেল অ্যাডাম এই দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
  • ট্রাম্প প্রশাসনের অন্যতম শীর্ষ নেতা তথা ভাবী মার্কিন বিদেশ সচিব মাইক পম্পে সম্প্রতি পিয়ংইয়ংয়ে গোপনে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিং জং উনের সঙ্গে বৈঠক করেছেন বলে এদিন সংবাদ প্রকাশিত হল।

খেলা

  • ২০১৮ সালের সাফ কাপ ফুটবল অনুষ্ঠিত হবে ঢাকায়। ৭টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে। এদিন এই সিদ্ধান্ত জানানো হল।
  • কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলছেন ইশান্ত শর্মা। তিনি আইপিএল-এ খেলছেন না। এদিন প্রথম ম্যাচেই ৫ উইকেট পেলেন তিনি।
  • ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে তথ্যের অধিকার আইনে আনার সুপারিশ করল ল কমিশন অব ইন্ডিয়া।

বিবিধ

  • জাল নথি পেশ করে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া এবং তা ফেরত না দেওয়ার অভিযোগে ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার সংস্থার ৩ শীর্ষকর্তাকে গ্রেপ্তার করল সিবিআই। ২০০৮ সালে ১১টি ব্যাঙ্কের জোট থেকে তারা ঋণ নিয়েছিল। বকেয়া ঋণের অঙ্ক ২৬৫৪ কোটি।