রাজ্য সরকারের পাটশিল্পে কাজের ট্রেনিং

380
6

রাজ্য সরকারের উদ্যোগে শুরু হতে চলেছে পাটশিল্পে কাজ করার জন্য ট্রেনিং। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই ট্রেনিংয়ের ব্যবস্থার কথা ভাবা হয়েছে এবং প্রাথমিকভাবে বাঁকুড়া, হাওড়া ও দমদম থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: অন্তত ১৮ বছর হতে হবে।

প্রশিক্ষণ : প্রশিক্ষণ নেওয়ার জন্য নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেতে হবে। ৩ মাসের ট্রেনিং দেওয়া হবে। এর মধ্যে ১ মাসের প্রথাগত ট্রেনিং, বাকি ২ মাস সরাসরি পাটকলে নিয়ে গিয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। এই ট্রেনিং চলাকালীন শিক্ষার্থীদের ভাতা দেওয়ার ব্যবস্থা থাকছে। ট্রেনিংয়ের শেষে পাটকলগুলিতে স্থায়ীভিত্তিক চাকরির সুযোগ করে দেওয়ার জন্য সাহায্য করবে রাজ্য সরকার।