কারেন্ট অ্যাফেয়ার্স ১০ জুলাই ২০১৮

1070
0

জাতীয়

  • লোকসভার অধিবেশনে হট্টগোল ও বিশৃঙ্খলা বন্ধের আবেদন জানিয়ে লোকসভার সদস্যদের কাছে চিঠি লিখলেন অধ্যক্ষ সুমিত্রা মহাজন।
  • তামিল ভাষায় নিট-এর প্রশ্নপত্রে ভুল ছিল। তাই এবছর তামিল ভাষায় ওই পরীক্ষা দেওয়া প্রার্থীদের ১৯৬ নম্বর করে গ্রেস দিতে নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট।
  • ভারত সফররত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হল এদিন।

আন্তর্জাতিক

  • থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটক ৪ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করা হল। ফলে গত ২৩ জুন থেকে আটক ১৩ জনের প্রত্যেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, সকলের অবস্থাই স্থিতিশীল। দীর্ঘ ৪ কিমি রাস্তা গুহার অভ্যন্তরে অতিক্রম করেত হয়েছে তাঁদের। এর মধ্যে একটি অংশ মাত্র ৪০ সেমি প্রশস্ত। ১৯ জন ডুবুরি অংশ নিয়েছেন এই অভিযানে। গোটা ঘটনার তত্ত্বাবধানে ছিলেন অস্ট্রেলীয় চিকিৎসক রিচার্ড হ্যারিস।
  • অবশেষে মুক্তি পেলেন লিউ শিয়া। গত ৮ বছর তিনি চিনে গৃহবন্দি ছিলেন। তিনি নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রয়াত লিউ শিয়াওবোর স্ত্রী। এদিনই তিনি বার্লিন রওনা হলেন।
  • ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স শতবর্ষ পূরণের উৎসবে শামিল হল। অনুষ্ঠানের সূচনা করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

খেলা

  • রাশিয়া বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল ফ্রান্স। এদিন তারা সেমিফাইনালে ১-০ গোলে হারাল বেলজিয়ামকে। একমাত্র গোলটি করেন স্যামুয়েল উমতিতি। ফিফা র‍্যাঙ্কিংয়ে বেলজিয়াম ও ফ্রান্সের ক্রম যথাক্রমে ৩ এবং ৭। মুখোমুখি লড়াইয়ে ফ্রান্স ২৫ বার ও বেলজিয়াম ৩০ বার জয়লাভ করেছে।
  • এশিয়ান তিরন্দাজি প্রতিযোগিতায় ৩টি রুপো, ১টি ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থান পেল ভারত। শীর্ষস্থান পেল দক্ষিণ কোরিয়া।
  • ডোপ পরীক্ষায় ধরা পড়লেন পাকিস্তানের ক্রিকেট দলের ওপেনার আহমেদ শেহজাদ।

বিবিধ

  • ২০১৭ সালের ‘ঈজ অব ডুয়িং বিজনেস’ বা ‘বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান’-এর তালিকা প্রকাশিত হল। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক ও বিশ্ব ব্যাঙ্ক এই তালিকা তৈরি করে। তালিকার প্রথম তিনটি স্থান পেল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও হরিয়ানা। পশ্চিমবঙ্গ ২০১৬ সালের ১৫তম স্থান থেকে উঠে এল দশম স্থানে। চতুর্থ থেকে নবম স্থানে রয়েছে ঝাড়খণ্ড, গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কর্নাটক ও রাজস্থান। তালিকার শেষ তিনটি নাম অরুণাচল প্রদেশ, লাক্ষাদ্বীপ ও মেঘালয়ের।
  • গত জুন মাসে দেশে যাত্রী গাড়ি বিক্রি হয়েছে ২,৭৩,৭৫৯টি যা গত ১০ বছরে সর্বোচ্চ। এই তথ্য জানাল গাড়ি শিল্পের সংগঠন সিয়াম।
  • চিন থেকে আমদানি হওয়া পলিয়েস্টারে শাস্তিমূলক শুল্ক চাপাল ভারত।