কারেন্ট অ্যাফেয়ার্স ৬ আগস্ট ২০১৮

430
0

জাতীয়

  • বিহারের মজফফরপুরে আবাসিক হোমে নাবালিকাদের ওপর নৃশংস অত্যাচারের ঘটনাগুলি শিশু সুরক্ষা দপ্তরেই প্রথম জানিয়েছিল একটি বেসরকারি সংস্থায়। ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তারা চেপে দিয়েছিল সেই অভিযোগ। ওই ঘটনায় ১৪ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে বলে জানানো হল।

আন্তর্জাতিক

  • জঙ্গি হামলা থেকে সামান্যের জন্য রক্ষা পেলেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। কারাকাসে সেনা প্যারেডের অনুষ্ঠানেই ড্রোন হামলা চালানোর চেষ্টা হয়েছিল। এই ঘটনার দায় স্বীকার করল দেশের বিদ্রোহী সংগঠন ‘ন্যাশনাল মুভমেন্ট অব সোলজারস ইন টিশার্টস’।
  • ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃত্যু হল ৩৭ জনের। সবথেকে ক্ষতিগ্রস্ত লম্বক দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭।
  • গ্রীষ্মে উষ্ণতার দাপটে লাল সতর্কতা জারি করা হল পর্তুগালের কিছু এলাকায়। এদিন পর্তুগালের আলগার্ভের উষ্ণতা ছিল ৪৬ ডিগ্রি সেলিসিয়াস। স্পেনের ৪১টি প্রদেশেও সতর্কতা জারি করা হল। ইউরোপের অধিকাংশ এলাকাই দাবদাহে আক্রান্ত। ফ্রান্সে গরমের জন্য বন্ধ করা হল ৪টি পরমাণু চুল্লি।

খেলা

  • ফিজি আন্তর্জাতিক গলফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের গগনজিৎ ভুল্লার। এটি তাঁর জীবনের প্রথম ইউরোপিয়ান ট্যুর খেতাব। ভুল্লার এর আগে ৯টি এশিয়ান ট্যুর খেতাব জিতেছেন।
  • বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানার্স হলেন ভারতের পি ভি সিন্ধু। গত বছরও তিনি এই প্রতিযোহিতায় রুপো জিতেছিলেন। ২০১৩, ২০১৪ সালে তিনি এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছিলেন। একমাত্র ভারতীয় হিসাবে তিনি ৪টি বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জিতলেন। এদিন চিনের নানজিঙে ফাইনালে ১৯-২১, ১০-২১ পয়েন্টে তিনি হারলেন ক্যারোলিন মারিনের কাছে। একমাত্র মহিলা খেলোযাড় হিসাবে মারিন ৩টি বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন।
  • ইংল্যান্ড ফুটবলের কমিউনিটি শিল্ড জিতল ম্যাঞ্চেস্টার সিটি। দলের হয়ে ২০০ গোলের নজির গড়লেন সের্গিও আগুয়েরা।
  • আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেলেন বিরাট কোহলি। ২০১১ সালের জানুয়ারিতে শচীন তেন্ডুলকরের পর ফের কোনো ভারতীয় এই কৃতিত্ব দেখালেন। ৩২ মাস পর এই স্থান ছাড়তে হল স্টিভ স্মিথকে।

বিবিধ

  • আগামী ২১ আগস্ট ভারতীয় ডাক বিভাগের পেমেন্টস ব্যাঙ্ক কাজ শুরু করবে। দেশের ১ লক্ষ ৫০ হাজার ডাকঘরে কোর ব্যাঙ্কিং পরিষেবাও দেওয়া হবে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক এদিন এই তথ্য জানাল।
  • রাষ্ট্রয়ত্ত ইন্ডিয়ান অয়েল সংস্থা জানাল, ২০৩০ সালের মধ্যে তাদের তেল শোধন ও উৎপাদন ক্ষমতা বছরে ৮.০৭ কোটি টন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখনকার তুলনায় তা হবে দ্বিগুণ। এজন্য ১.৭৫ লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে।