কারেন্ট অ্যাফেয়ার্স ৭ সেপ্টেম্বর ২০১৮

549
0
Current Affairs 7 September 2018

জাতীয়

  • দিল্লি থেকে দুজন আইএস জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করল দিল্লি পুলিশ। দুজনেই কাশ্মীরের বাসিন্দা।
  • প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বালের লেখা ‘শেডস অব ট্রুথ– আ জার্নি ডিরেলড’ গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
  • ২০২২ সালে ভারত মহাকাশে নভশ্চর পাঠাবে। এদিন সেই অভিযানের জন্য নভশ্চরদের পোশাক প্রদর্শন করল ইসরো। ‘বেঙ্গালুরু স্পেস এক্সপোয়’ তা দেখানো হল। ২ বছর সময় লেগেছে পোশাকটি তৈরিতে। তার রঙ কমলা।

আন্তর্জাতিক

  • ‘পাকিস্তানের প্রয়োজনে নতুন বিদেশনীতি গ্রহণ করা হতে পারে। অন্তত অন্য রাষ্ট্রের প্রয়োজনে তারা আর যুদ্ধ করবে না।’ এদিন একথা বললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়াল পিন্ডিতে জাতীয় প্রতিরক্ষা ও সেনা শহিদ দিবসের অনুষ্ঠানে তিনি একথা বললেন। এই অনুষ্ঠানেই ‘সীমান্তে রক্ত ঝরলে সেনা বদলা নেবে’ বলে মন্তব্য করলেন পাক সেনা প্রধান জাভেদ বাজওয়া।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়োর সিনসিনাটিতে এক ব্যাঙ্কে এক বন্দুকবাজের গুলিতে ৩ জনের মৃত্যু হল। তাঁদের মধ্যে পৃথ্বীরাজ কান্দেপি নামে ২৫ বছর বয়সী এক ভারতীয় ব্যাঙ্ককর্মী রয়েছেন।
  • নেপাল চিনের ৪টি নৌবন্দর ব্যবহার করতে পারবে। এদিন বেজিং সূত্র একথা জানাল। এতদিন জলপথে পণ্য ব্যবহারে নেপাল ভারতের ওপরেই নির্ভরশীল ছিল।

খেলা

  • দক্ষিণ কোরিয়ার চাংওয়ানে অনুষ্ঠিত বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে আরও একটি সোনা জিতল ভারত। এদিন ১০ মিটার এয়ার রাইফেল জুনিয়র বিভাগে হৃদয় হাজারিকা সোনা জিতলেন। তিনি জুনিয়র বিশ্বকাপেও সোনা জিতেছিলেন। এদিন মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল ভারত। পদক জেতার সঙ্গে-সঙ্গে বিশ্বরেকর্ড করলেন শ্রেয়া আগরওয়াল, এলাভেনিল ভালারিভান, মানিনী কৌশিক।
  • ওভালে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচে প্রথম দিনে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান করল। শেষ ৬ উইকেট এল ৪৮ রানে। এদিন টস-এ হারেন বিরাট কোহলি। চলতি টেস্ট সিরিজের প্রতিটিতেই তিনি টস-এ হারলেন। এদিন বিদায়ী টেস্টে ৭১ রান করে অ্যালিস্টার কুক আউট হলেন যশপ্রীত বুমরার বলে। কুককে গার্ড অব অনার দিল ভারত।
  • মেক্সিকোর দ্বিতীয় সারির ক্লাব ডোরাডোসের কোচের দায়িত্ব দিয়েগো মারাদোনা নিচ্ছেন বলে জানানো হল।
  • দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত ‘ব্লু’। তারা ইনিংস ও ১৮৭ রানে হারাল ভারত ‘রেড’-কে।

বিবিধ

  • রাষ্ট্রায়ত্ত সেন্ট্রাল ইলেকট্রনিক্স সংস্থা বেসরকারি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সরকারের হাতে থাকা ১০০ শতাংশ অংশীদারিই বিক্রি করা হবে বলে জানানো হল।
  • পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনার পরামর্শ দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
  • টানা ৭ দিনে ডলারের সাপেক্ষে টাকার দাম পড়েছিল ১৮৯ পয়সা। অবশেষে এদিন ডলারের সাপেক্ষে ২৬ পয়সা দাম বাড়ল টাকার। ৬ দিনে শেয়ারসূচক সেনসেক্সের ৮৭৮ পয়েন্ট পতনের পর এদিন তা ১৪৭ পয়েন্ট বৃদ্ধি পেল। তবে অব্যাহত রয়েছে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি।