কারেন্ট অ্যাফেয়ার্স ১২ নভেম্বর, ২০১৮

597
0
Current Affair 12 Nov 2018

আন্তর্জাতিক

  • ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হল ২৯। ৬৭০০ বাড়ি পুড়ে গিয়েছে। নিখোঁজ ২২৮ জন। দেড় লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়লেন দাবানলের জেরে।
  • স্পাইডারম্যান, আয়রনম্যান প্রভৃতি কমিক্স কাহিনীর জনপ্রিয় লেখক স্ট্যান লি (৯৪) প্রয়াত হলেন। মার্ভেল কমিক্স সংস্থার এডিটর এমেরিটাস ছিলেন তিনি।
  • কামাল হোসেন নেতৃত্বাধীন বিরোধী ঐক্য জোটের দাবি মেনে বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর করল সে দেশের নির্বাচন কমিশন।

জাতীয়

  • কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী অনন্ত কুমার (৫৯) প্রয়াত হলন। তিনি বাজপেয়ী মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য ছিলেন।
  • বারণসীর নদীবন্দর জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা থেকে জলপথে পণ্য পরিবহণের প্রথম বজরাটি এদিনই বারাণসী পৌঁছয়।

বিবিধ

  • গত অক্টোবরে খুচরো মূল্যবৃদ্ধি কমে হল ৩.৩১ শতাংশ। অন্যদিকে সেপ্টেম্বরে দেশের শিল্পবৃদ্ধির হারও কমে হল ৪.৫ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক এই তথ্য প্রকাশ করল।
  • আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমশই কমছে। এই পরিস্থিতিতে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত জানাল সৌদি আরব। দৈনিক ৫ লক্ষ ব্যারল উৎপাদন কমানোর কথা জানাল তারা।

খেলা

  • লন্ডনে এটিপি ফাইনালে প্রথম ম্যাচেই কেই নিশিকোরির কাছে হেরে গেলেন রজার ফেডেরার। ফলে এ মরসুমেই তাঁর শততম ট্রফি জেতার রেকর্ড করা আর হল না।
  • বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে দ্বিশতরান (অপরাজিত ২০৯) করলেন মুশফিকুর রহিম। এদিন ঢাকায় জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭ উইকেটে ৫২২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করল বাংলাদেশ।