কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ নভেম্বর, ২০১৮

960
0
gorge bush

আন্তর্জাতিক

  • আমেরিকার ৪১তম রাষ্ট্রপতি জর্জ হারবার্ট ওয়াকার বুশ (৯৪) মারা গেলেন। তাঁর পুত্রও আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনিও জর্জ বুশ নামে পরিচিত। আটের দশকের মার্কিন রাষ্ট্রপতি পদে আসীন হন সিনিয়র বুশ। ঘটনাবহুল জীবন তাঁর। দুধ্বর্র্ষ পুরুষ সাদ্দাম হুসেনকে নিজস্ব ডেরায় বন্দি করে হত্যা করে সারা বিশ্বে আলোড়ন তুলেছিলেন। অন্যদিকে তাঁর আমলেই আমেরিকা গভীর অর্থনৈতিক সংকটে পড়েছিল। ১৯৮১ সালে তিনি আমেরিকার রাষ্ট্রপতি হন। ব্যাঙ্কার থেকে তেলের ব্যবসায়ী তারপর রাজনীতিতে প্রবেশ। এক বর্ণবৈচিত্র্যময় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বুশ। জন অ্যাডামস-এর পর তিনিই হলেন দ্বিতীয় মার্কিন রাষ্ট্রপতি যাঁর পুত্রও রাষ্ট্রপতি হন।
  • আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আসারসে বসল জি-২০ শীর্ষ সম্মেলন। বৈঠকে যোগ দিয়ে বিশ্বায়নের প্রতি দায়বদ্ধতার কথা শোনালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের অবসরে চিনের রাষ্ট্রপতি জি শিনফিঙের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়াও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তাঁর ত্রিপাক্ষিক বৈঠক হয়। এদিন ব্রিকস গোষ্টীভুক্ত দেশগুলির প্রধানরাও ঘরোয়া আলোচনায় অংশ নিয়েছেন।
  • বিতর্কিত চিকিৎসক হে চিয়ানকুইয়ের জিন পরিবর্তনের গবেষণা নিষিদ্ধ করল চিন প্রশাসন।
  • নিউজিল্যান্ডের শ্যাঠম দ্বীপের সমুদ্র সৈকতে ৫০টি তিমির মৃত্যু হল। কয়েক দিন আগেই স্টুয়ার্ট দ্বীপে মৃত্যু হয়েছিল ১৪৫টি তিমির।

জাতীয়

  • অভিনেতা রাজপাল যাদবকে ৩ মাসের কারাদণ্ড দিল দিল্লি হাইকোর্ট। ২০১০ সাল ‘আতা পাতা লাপাতা’ ছবিটি নির্মাণের জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়ে তা না মেটানোর দায়ে এই শাস্তি দেওয়া হল।
  • প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে ৬৫৯৪ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।
  • কলকাতার বোস ইনস্টিটিউটে ৮০তম আচার্য জগদীশচন্দ্র বসু স্মারক বক্তৃতায় বক্তব্য পেশ করলেন বিজ্ঞানী টি ভি রামকৃষ্ণণ।

বিবিধ

  • ৮ লক্ষ ৫৫ হাজার ডলারে বিক্রি হল চাঁদ থেকে নিয়ে আসা ৩টি পাথরের টুকরো। নিউইয়র্কে সদবি’জ-এর নিলামে ‘লুনা ১৬’ নামক কণা তিনটি বিক্রি হল এই বিপুল দামে। ১৯৭০ সালে রাশিয়ার লুনা ১৬ অভিযানে ওই কণাগুলি পৃথিবীতে আনা হয়েছিল।
  • ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমল ৬.৫২ টাকা প্রতি সিলিন্ডার। টানা ৬ বার বাড়ার পর দাম কমল।
  • প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তী (৭২)।

খেলা

  • বিশ্বকাপ হকি প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া ২-১ গোলে হারাল আয়ারল্যান্ডকে। ২০১০ এবং ২০১৪ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া।
  • আই লিগের ম্যাচে চার্চিল ব্রাদার্স–গোকুলম এফসি ম্যাচ ১-১ গোলে ড্র হল।