এসএসসি ফেজ-সেভেন সিলেকশন পোস্ট: সংশোধন, সংযোজন

523
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর বিজ্ঞপ্তি নং Phase-VII/2019/Selection Posts. অনুসারে বলা হয়েছিল, প্রতি ক্যাটেগরির ক্ষেত্রে মোট শূন্যপদের দশগুণ (১:১০) প্রার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কমিশনের আঞ্চলিক অফিস ডাকবে, অবশ্য যদি সেইসংখ্যক প্রার্থী সেই ক্যাটেগরিতে পাওয়া যায়।

২০ জানুয়ারির এক সংশোধনী তথা সংযোজনী বিজ্ঞপ্তিতে (F.No.15/2/2018-RHQ(Vol.II)) জানানো হয়েছে, প্রতি ক্যাটেগরির যতজন স্ক্রুটিনি পর্যায়ের পরীক্ষায় সফল হবেন তাঁদের সকলকেই ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে কমিশনের আঞ্চলিক অফিস।

সংযোজনী হিসাবে জানানো হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের কোনো পর্যায়ে যদি দেখা যায় কোনো-কোনো ক্যাটেগরির সব শূন্যপদ পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদের মেধাতালিকা থেকে বাড়তিসংখ্যক প্রার্থীদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে— ৫টি পর্যন্ত শূন্যপদের জন্য হলে ১:২০, তার বেশি শূন্যপদ থাকলে ১:১০ হারে।

কমিশনের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Corrigendum_Phase-VII_2019_20012020.pdf