কারেন্ট অ্যাফেয়ার্স ১১ ডিসেম্বর ২০১৯

436
0

আন্তর্জাতিক

  • পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পেতে গণভোটে অংশ নিল বোগানভিল। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপটি এখন পাপুয়া নিউগিনির অধীনে রয়েছে। ৯৩১৮ বর্গ কিমি আয়তনের দেশটির বাসিন্দা ৩ লক্ষ মানুষ। রাজধানীর নাম বুকা। সরকারি ভাষা ইংরেজি। ১৭৬৮ সালে ফরাসি ভূপর্যটক লুই আন্তোনিও দ্যো বোগানভিই দ্বীপটি আবিষ্কার করেছিলেন। ১৯ শতকে এটি জার্মানির ও পরে অস্ট্রেলিয়ার অধীনে ছিল। ১৯৭৫ সালে পাপুয়া নিউগিনির সঙ্গে স্বাধীনতা অর্জন করেছিল দ্বীপটি।
  • অস্ট্রেলিয়ায় সিডনির অদূরে পৌঁছে গেল দাবানল। ধোঁয়ায় ঢেকে গেল সিডনি। এরই মধ্যে প্রশাসনের গা-ছাড়া মনোভাবের বিরুদ্ধে মিছিলে পা মেলালেন কয়েক হাজার মানুষ।
  • পাকিস্তানে হাফিজ সইদের বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগ আনল লাহোরের সন্ত্রাসদমন আদালত।

 

জাতীয়

  • নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাস হল রাজ্যসভায়। সংসদের উচ্চকক্ষে বিলটির পক্ষে বিপক্ষে ১২৫-৯৯টি ভোট পড়ল।এই বিলের বিরুদ্ধে প্রবল আন্দোলন শুরু হয়েছে অসমে। অসমের ১০টি জেলায় সেনা নামাতে হয়েছে।ত্রিপুরায় জনজাতি–অজনজাতি মানুষের মধ্যে সংঘর্ষ থামাতেও সেনা নামাতে হয়। ইসরোর পিএসএলভি রকেটের ৫০তম উড়ান সফল হল। শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি এপর্যন্ত ৪৮ বারই সফল হয়েছে উৎক্ষেপণ। এ পর্যন্ত ৩১০টি বিদেশি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হল।

 

বিবিধ

  • লোকসভায় সামাজিক সুরক্ষা বিল পেশ করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার।এই বিলে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) কর্মীদের অংশ বেতন থেকে ১২ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব হয়েছে। ৫ বছরের কম মেয়াদের চুক্তি ভিত্তিক কর্মীদেরও গ্র্যাচুইটি দেওয়ার স্ংস্থান রয়েছে এই বিলে।
  • পশ্চিমবঙ্গ সরকার আহূত বাণিজ্য সম্মেলন ‘বেঙ্গল বিজনেস কনক্লেভ’-এর উদ্বোধন হল দিঘায়।উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সম্মেলনের প্রথম দিনের ৬ হাজার কোটির লগ্নি প্রস্তাব এসেছে বলে জানালেন তিনি।

খেলা

  • মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে ভারত ৬৭ রানে জয়ী হল। একই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল তারা। বিরাট কোহলি ২৯ বলে ৭০ রান, রোহিত শর্মা ৩৪ বলে ৭১ এবং কে এল রাহুল ৫৬ বলে ৯১ রান করেন। রাহুলই ম্যান অব দ্য ম্যাচ হলেন।এদিনের পর সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৪ শতাধিক (৪০৪টি) ওভার বাউন্ডারি মারলেন রোহিত শর্মা যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। বিশ্বে তাঁর স্থান হল তৃতীয়। ক্রিস গেইল (৫৩৪) এবং শাহিদ আফ্রিদি (৪৭৬) এক্ষেত্রে তাঁর আগে রয়েছেন।
  • রঞ্জি ট্রফিতে বরোদার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে দ্বিশত রান করলেন (১৭৯ বলে ২০২) পৃথ্বী শ।
  • আই লিগে মোহনবাগান ৪-০ গোলে ট্রাউকে হারাল।
  • চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ২-১ গোলে হারাল ইন্টার মিলানকে। ১৭ বছর ৪০ দিন বয়সে গোল করলেন বার্সেলোনার আনসু ফাতি। তিনিই চ্যাম্পিয়ন্স লিগের কনিষ্ঠতম গোলদাতা।
  • এক দশক পর ফের টেস্ট শুরু হল পাকিস্তানে। রাওয়াল পিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচ হচ্ছে।