কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জুলাই ২০২০

430
0
Current Affairs 2nd November

আন্তর্জাতিক

  • ‘নেপালে বীরগঞ্জের লাগোয়া অযোধ্যা নামক গ্রামে রাম জন্মগ্রহণ করেছিলেন৷ রাম এবং সীতা দুজনেই ছিলেন নেপালি৷’ এই দাবি করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি৷ ‘নেপাল সাংস্কৃতিক শোষণের শিকার’ বলে মন্তব্য করেছেন তিনি৷ এদিকে ৫টি বেসরকারি হিন্দি সংবাদ চ্যানেল বাদে অন্যান্য ভারতীয় টেলিভিশন চ্যানেল আবার চালু হল নেপালে৷ ওই ৫টি চ্যানেলে নেপালবিরোধী সংবাদের অভিযোগ নিয়ে কূটনৈতিক স্তরে দিল্লিকে নালিশ করল কাঠমান্ডু৷
  • বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যুর তালিকায় ইতালিকে সরিয়ে তৃতীয় স্থানে ইঠে এল মেক্সিকো৷ সেখানে মৃতের সংখ্যা ৩৫ হাজারের বেশি৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ১ লক্ষ ৩৭ হাজার এবং ব্রাজিলে ৭২ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৪ লক্ষের বেশি ও ব্রাজিলে ১৮ লক্ষ ৬৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ আক্রান্তের সংখ্যায় ভারত রয়েছে তৃতীয় স্থানে৷ পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় এই সংক্রমণে যথাক্রমে ৫,২২৬ ও ৪,০৭৯ জনের জীবনহানি হয়েছে৷ বিশ্বে করোনায় ১,৩১,৩৫,১৩৪ জন আক্রান্ত হয়েছেন এবং ৫,৭৩,৩০৪ জনের প্রাণহানি হয়েছে৷ মার্কিন মুলুকের টেক্সাসে ভাইরাস আক্রান্ত একজনের আহূত ‘কোভিড-১৯ পার্টি’তে যোগদানকারী ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হল করোনায়৷ ওই যুবক মনে করতেন ভাইরাস একটা ভাঁওতা।

 

 

জাতীয়

  • কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ডব্লুবিসিএস অফিসার দেবদত্তা রায় (৩৮)৷ চন্দননগরে মহকুমা শাসকের দপ্তরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে কর্মরত ছিলেন৷ লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছনোর দায়িত্ব সামলেছিলেন তিনি৷ পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩১,৪৪৮ জন৷ এঁদের মধ্যে অ্যাক্টিভ রোগী ১১,২৭৯ জন৷ মোট প্রাণহানির সংখ্যা ৯৫৬৷ তাছাড়া কো-মর্বিডিডটির কারণে ৭৭৫ জনের প্রাণহানি হয়েছে৷ দেশে মোট ৮,৭৮,২৫৪ জন আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ২৩,১৭৪ জনের৷ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ অতিক্রম করে গেল (২,৫৪,৪২৭)৷ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২৮,৭০১ জন আক্রান্ত হয়েছেন৷
  • উত্তরবঙ্গের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যজনকভাবে মৃত্যু হল৷ তিনি বিজেপির বিধায়ক৷ এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার৷

 

 

বিবিধ

  • ভারতে ৫ বছর ধরে ৭৫ হাজার কোটি টাকা লগ্নির সিদ্ধান্ত জানালেন গুগল-এর সিইও সুন্দর পিচাই৷
  • সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৮৮.৭৮ শতাংশ পড়ুয়া পাশ করলেন৷ এই হার গত বছরের থেকে ৫.৩৮ শতাংশ বেশি৷ লক্ষ্ণৌয়ে দিব্যাঙ্গী জৈন ৬০০-এর মধ্যে ৬০০ নম্বর পেয়েছেন৷ শহরের হিসাবে সব থেকে ভাল ফল করেছেন তিরুবনন্তপুরমের পড়ুয়ারা, সব থেকে খারাপ পাটনার৷
  • জুন মাসে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার ৬.০৯ শতাংশ ছিল বলে জানানো হল৷

 

 

খেলা

  • মোহনবাগান রত্ন পুরস্কার প্রাপক হিসাবে প্রাক্তন ক্রিকেটার তথা কোচ পলাশ নন্দী এবং প্রাক্তন হকি খেলোয়াড় অলিম্পিয়ান গুরবক্স সিংয়ের নাম জানানো হল ক্লাব সূত্রে৷
  • চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটি দলের বিরুদ্ধে উয়েফা যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা খারিজ করে দিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত৷

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল