কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ নভেম্বর ২০১৯

417
0

আন্তর্জাতিক

  • ব্রিটেনে সাধারণ নির্বাচনে প্রার্থী হচ্ছেন আরও একজন ভারতীয় বংশোদ্ভূত। এদিন সংবাদে প্রকাশ, অ্যালিন ও ডিসাইড আসনে ওয়েলস কনজারভেটিভ পার্টির হয়ে প্রার্থী হচ্ছেন সঞ্জয় সেন। বঙ্গসন্তান সঞ্জয় ছাড়াও এবার নভেন্দু মিশ্র এবং গগন মাহিন্দ্রা নবাগত ভারতীয় বংশোদ্ভূত হিসাবে প্রার্থী হচ্ছেন। বিদায়ী সংসদে যথাক্রমে ভারতীয় বংশোদ্ভূত এমপি ছিলেন লিসা নন্দী, বীরেন্দ্র শর্মা, ভালেরি ভাজ, সীমা মালহোত্রা, তমমনজিৎ সিং ধেগি, প্রীত চাউর গিল, শৈলেশ ভারা, অলোক শর্মা, প্রীতি প্যাটেল, ঋষি মুনাক ও সুয়েলা ব্রাভেরম্যান প্রভৃতি।
  • প্যারিসে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে পাকিস্তানের ভারতবিরোধী বিষোদ্গারের যোগ্য জবাব দিলেন অনন্যা আগরওয়াল। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা অনন্যা বললেন, ‘সন্ত্রাসের ডিএনএ প্রোথিত আছে পাকিস্তানে। ঋণভারে জর্জরিত দেশটি খেপাটে আচরণের জন্য ক্রমশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে।’

 

জাতীয়

  • জাতীয় পরিসংখ্যান দপ্তর (এনএসএ)–এর ২০১৭ জুলাই থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত চালানো ‘হাউসহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে’ খারিজ করল কেন্দ্রীয় সরকার। আগামী ২ বছর এই সমীক্ষা আর চালানো হবে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানাল কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক। এই প্রথম এনএসও–র কোনো সমীক্ষা খারিজ করল কেন্দ্রীয় সরকার।
  • অবসরের আগে শেষ দিন সুপ্রিম কোর্টে এলেন বিদায়ী প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

 

বিবিধ

  • দার্জিলিং গ্রিন টি এবং দার্জিলিং হোয়াইট টি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের কাছ থেকে জিআই স্বীকৃতি পেয়েছে বলে টি বোর্ড সূত্রে জানানো হল। সেখানকার কালো অর্থোডক্স চা আগেই এই স্বীকৃতি পেয়েছিল।
  • গত অক্টোবর মাসে দেশে রপ্তানি ও আমদানি যথাক্রমে ১.১১ এবং ১৬.৩১ শতাংশ হ্রাস পেয়েছে। আমদানি কমার এই হার গত ৩ বছরে সব থেকে বেশি। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক এদিন এই তথ্য প্রকাশ করল।
  • ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসব শেষ হল। এদিন বেশ কয়েকটি ছবিকে পুরস্কার দেওয়া হয় সমাপ্তি অনুষ্ঠানে। জাইরো বাস্টামান্টে পরিচালিত দি উইপিং উওম্যান সিনেমাটি সেরা আ্ন্তর্জাতিক সিনেমা পুরস্কার পায়। পুরস্কার মূল্য ৫১ লক্ষ টাকা। আন্তর্জাতিক সিনেমায় সেরা পরিচালকের পুরস্কার পান ভ্যাকলাব মারহউল। অর্থমূল্য ২১ লক্ষ টাকা।

 

খেলা

  • মেয়েদের টি২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল ভারত। পর-পর ৩টি ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত হল।
  • ইন্দোর টেস্টে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৯৩ রান করল। মায়াঙ্ক আগরওয়াল দ্বিশতরান (২৪৩) রান করলেন। ১২ ইনিংসে তিনি দ্বিতীয় দ্বিশতরান করলেন। ডন ব্র্যাডম্যান ১৩ ইনিংসে যা করেছিলেন। বিনোদ কাম্বলি পঞ্চম ইনিংসেই দ্বিতীয় দ্বিশতরান করেছিলেন। মায়াঙ্ক দক্ষিণ-আফ্রিকা সফরে প্রথম দ্বিশতরান করেন।
  • ইউরো কাপের বাছাই পর্বের ম্যাচে লিথুয়ানিয়াকে ৬-০ গোলে হারাল পর্তুগাল। হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্যদিকে ফিফার আন্তর্জাতিক প্রীতি ফুটবলে আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিলকে হারাল। রিয়াধের এই ম্যাচে গোলটি করলেন লিওনেল মেসি।
  • এএফসি-র বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার ভারতের আশালতা দেবী পাচ্ছেন বলে জানানো হল।