কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ মার্চ ২০২০

542
0

আন্তর্জাতিক

  • বিশ্বময় করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৭১২৮। এদিন ইতালিতে একদিনে ৩৬৮ জনের মৃত্যু হল এই সংক্রমণে। সেখানে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ২১৫৮ জন। ফ্রান্সে প্রতি ৩ দিনে মৃতের সংখ্যা দ্বিগুণ হচ্ছে বলে জানালেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ওলিভিয়ে ভের। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলি নিজেদের মধ্যে সীমান্ত বন্ধ রাখবে বলে জানাল ইইউ।
  • সাতোশি উয়েমাতসু নামে এক জাপানি নাগরিককে মৃত্যুদণ্ড দিল জাপানের একটি আদালত। ২০১৬ সালে একটি কেয়ার হোমের ১৯ জন প্রতিবন্ধীকে ঘুমের মধ্যে হত্যা করেছিল সে। প্রসঙ্গত, জাপানে মৃত্যুদণ্ড বিরল।

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ১১৮। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, ব্রিটেন থেকে ভারতে আসা নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। পশ্চিম এশিয়ার দেশ থেকে এলে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে বলে জানানো হল। পশ্চিমবঙ্গে পুরসভার নির্বাচনও পিছিয়ে দেওয়া হল।
  • রাজ্যসভায় রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হিসাবে মনোনীত করা হল সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জনকুমার গগৈকে।
  • প্রথম ৫০ জন স্বেচ্ছায় ঋণ খেলাপির কাছে কোনো ব্যাঙ্কের পাওনা কত টাকা তা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। মোট পাওনার অঙ্ক ৬৬১৭৭ কোটি টাকা।

 

বিবিধ

  • করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে আরও একবার ধস নামল বিশ্বের শেয়ার বাজারে। মার্কিন যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে ৩ দিন এবং ব্রাজিলে ৫ দিন রেকর্ড পতন হল শেয়ার সূচকের। জার্মানিতে এদিন পাঁচ শতাংশের বেশি হ্রাস পেল শেয়ারসূচক। ভারতে সেনসেক্স ২৭১৩.৪১ অঙ্ক বা ৭.৯৬ শতাংশ এবং নিফটি ৭৫৮.৮০ পয়েন্ট বা ৭.৬১ শতাংশ কমে গেল। সেনসেক্স নেমে এল ৩১ হাজারের ঘরে যা গত জানুয়ারিতেও ছিল ৪১ হাজারের ঘরে।

 

খেলা

  • করোনা ভাইরাস সংক্রমণে প্রাণ হারালেন স্পেনের ফুটবল কোচ ফ্রানিস্কো গার্সিয়ার। তিনি স্পেনের মানাপার একটি ক্লাবের কোচ ছিলেন।
  • ২৪ জুলাই নির্ধারিত সময়েই অলিম্পিক শুরু হবে বলে জানাল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।