কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ জুন ২০২০

912
0

আন্তর্জাতিক

  • বিশ্বে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ১ কোটি অতিক্রম করল৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, এই সংক্রমণে এখনও পর্যন্ত ৪,৯৯,১০২ জনের প্রাণহানি হয়েছে এবং ১,০০,০৭,৯৯০ জন আক্রান্ত হয়েছেন৷ সুস্থ হয়ে উঠেছেন ৫৪,১৫,৩৫৩ জন৷ সবথেকে বেশি করোনার প্রকোপ মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষ করা গেছে৷ সেখানে গত ২৪ ঘম্টায় ৪০,৮৭০ জন আক্রান্ত হয়েছেন এই সংক্রমণে৷
  • মার্কিন মুলুকে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সমর্থনে সুবিশাল মিছিল হল লন্ডনে৷ এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যহ সামনে আসছে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ মানুষের নিগৃহীত হওয়ার ঘটনা৷ সেইভাবেই সাউথ ক্যারোলিনার এক ট্রাফিক সিগন্যালে গত বছর আগস্টে পুলিশের হাতে নিগ্রহের একটি ঘটনা সামনে আনলেন কৃষ্ণাঙ্গ যুবক ব্র্যান্ডন লেজেট৷ তুচ্ছ ঘটনায় পুলিশের গুলিতে তাঁর প্রাণ যাওয়ার উপক্রম হয়েছিল৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন রেকর্ড ১৮,৫৫২ জন৷ গত ২৪ ঘণ্টায় সংক্রমণে মৃত্যু হল ৩৮৪ জনের৷ দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫,০৮,৯৫৩ জন৷ মোট প্রাণহানি হয়েছে ১৫,৬৮৫ জনের৷ দেশের প্রথম ১ লক্ষ জন আক্রান্ত হয়েছিলেন ১১০ দিনে৷ সেখানে আক্রান্ত সংখ্যা ৪ থেকে ৫ লক্ষে পৌঁছল মাত্র ৬ দিনে৷ প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ৩০ জানুয়ারি৷ মহারাষ্ট্রে ১,৫২,৭৬৫ জন আক্রান্ত, প্রাণহানি হয়েছে ৭,১০৬ জনের৷ এদিকে দিল্লির এইমসে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন প্রয়াত রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার স্ত্রী বিমলা শর্মা (৯৩)৷

 

 

বিবিধ

  • রাজেন্দ্র সিং (৭৩) নামে লন্ডন নিবাসী একজন বৃদ্ধকে ‘পয়েন্টস অব লাইট’ সম্মান দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবায় অনুদান সংগ্রহের জন্য রোজ নিজের স্কিপিংয়ের দৃশ্য ইউটিউবে আপলোড করে ইতিমধ্যেই ১২,০০০ পাউন্ড সংগ্রহ করে ফেলেছেন তিনি৷
  • দেশের সমস্ত সমবায় ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নিয়ন্ত্রণে আনতে একটি অধ্যাদেশে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷

 

 

খেলা

  • বুন্ডেশলিগার শেষ ম্যাচে উলফসবুর্গকে ৪-০ গোলে হারাল বায়ার্ন মিউনিখ৷ তারা অবশ্য আাগেই বুন্ডেশলিগা চ্যাম্পিয়ন হয়ে গেছে৷ এই নিয়ে তারা অষ্টম বার এই খেতাব জিতল৷
  • ৫৬ বছরে পা দিলেন পি টি ঊষা৷ সোনার মেয়ে ঊষা ১১টি এশিয়ান গেমস পদকের মালিক৷
  • করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ কার্লোস বিলার্দো (৮২)৷

 

 

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল