কারেন্ট অ্যাফেয়ার্স ২ মার্চ ২০২০

550
0

আন্তর্জাতিক

  • গত অক্টোবর মাসে বলিভিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানাল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ইলেকশন ডেটা অ্যান্ড সায়েন্স ল্যাব। যদিও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে হয়েছে ইভো মোরালেসকে। তিনি দেশ ছেড়ে মেক্সিকোয় আশ্রয় নিয়েছেন। তাঁর অভিযোগ, তাঁকে পদচ্যুত করতে আসরে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বাচন নিয়ে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস যে রিপোর্ট দাখিল করেছিল সেখানে ‘গুরুতর অনিয়ম’ রয়েছে বলে জানালেন ম্যাসাচুসেটস-এর বিশেষজ্ঞরা।
  • সন্ত্রাসবাদের সঙ্গে যোগাযোগের দায়ে এক জঙ্গি সহ ৩৭ জনকে মৃত্যুদণ্ড দিল মিশরের একটি আদালত।
  • তালিবান জঙ্গিদের হামলায় ৩ জনের মৃত্যু হল আফগানিস্তানে। জঙ্গিদের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, বিদেশি শক্তির ওপর হামলা চালাবেন না বলে তাঁরা চুক্তিবদ্ধ। তবে আফগান সরকারের সঙ্গে তাঁদের সংঘর্ষ চলবেই।
  • চিনে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ৩ হাজার অতিক্রম করল।

 

জাতীয়

  • নির্ভয়া মামলায় অপরাধীদের ফাঁসির দিন আবার স্থগিত রাখল পাতিয়ালা হাউস কোট। অপরাধীদের একজন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানানোয় ফাঁসি স্থগিত রাখা হল। এই নিয়ে তৃতীয় বার তাদের মৃত্যুদণ্ড পিছিয়ে গেল।
  • পুরনো জম্মুর ঐতিহাসিক সিটি চকের নাম বদলে ভারতমাতা চক করল জম্মু পুরসভা।

 

বিবিধ

  • লাতিন আমেরিকার কবি ও পাদ্রি কার্ডিনাল গণআন্দোলনের শরিক আর্নেস্টো কার্ডিনাল (৯৫) প্রয়াত হলেন। তিনি নিকারাগুয়ার প্রাক্তন মন্ত্রী।
  • বিমানে ওয়াই ফাই ব্যবহার করার প্রস্তাব অনুমোদন করল ভারতের বিমানমন্ত্রক।

 

খেলা

  • ক্রাইস্ট চার্চ টেস্টে ৭ উইকেটে হেরে গেল ভারত। প্রথম ইনিংসে পিছিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ভারতকে ১২৪ রানে আউট করে দেয় নিউ জিল্যান্ড। ম্যান অব দ্য ম্যাচ হলেন কাইল জেমিশন। ২-০ ব্যবধানে সিরিজ হারল ভারত। ২০১২ সালের পর টেস্টে হোয়াইট ওয়াশ হল ভারত। বিরাট কোহলির নেতৃত্বে ভারত এই প্রথম টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হল।
  • লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। ২০১৬ সালের পর রিয়ালের কাছে পরাস্ত হল বার্সেলোনা। লা লিগায় ২০১৪ সালের পর বার্সেলোনাকে হারাল রিয়াল।