গেইলে এগজিকিউটিভ ট্রেনি নিয়োগ

723
0
Executive Trainee job

গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডে এগজিকিউটিভ ট্রেনি (কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন) নিয়োগ করা হবে গেট ২০২০ স্কোরের মাধ্যমে। বিজ্ঞপ্তি নম্বর: GAIL/OPEN/ET/1/2019.

যোগ্যতা: এগজিকিউটিভ ট্রেনি (কেমিক্যাল): ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে কেমিক্যাল/ পেট্রোকেমিক্যাল/ কেমিক্যাল টেকনোলজি/ পেট্রোকেমিক্যাল টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রি।

এগজিকিউটিভ ট্রেনি: ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রি। সবক্ষেত্রেই তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীরা ৬০ শতাংশ নম্বর থাকলেও আবেদন করতে পারবেন।

কেমিক্যালের গেট পেপার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোড সিএইচ। ইনস্ট্রুমেন্টেশনের গেট পেপার ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, কোড আইএন।

বয়সসীমা: ৩ মার্চ ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: মূল বেতন মাসে ৬০০০০-১৮০০০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের পদ্ধতি: www.gailonline.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। গেট ২০২০-র রেজিস্ট্রেশন নম্বর দরকার হবে আবেদন করার সময়। গেইল-এ অনলাইন আবেদন করা যাবে ৩ ফেব্রুয়ারি ২০২০ থেকে ৩ মার্চ ২০২০ পর্যন্ত। প্রার্থী যে-কোনো একটি পদ/ শাখার জন্য আবেদন করতে পারবেন। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।