কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ আগস্ট ২০২৩

199
0
13th August Current Affairs

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশের মাউই কাউন্টিতে লাহাইনা শহরে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৩। এই অগ্নিকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রে ১০০ বছরের মধ্যে সবথেকে ভয়াবহ দাবানল বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় প্রশাসনের দিকেও উপযুক্ত ত্রাণ না পাঠানোর অভিযোগ উঠছে।
  • পাকিস্তানে পুনরায় চিনের প্রযুক্তিবিদদের ওপর হামলা হল। এদিন অজ্ঞাতপরিচয় জঙ্গিরা এই হামলা চালায়। দু’ঘণ্টা গুলির লড়াই-এর পর চিনের কোনও নাগরিক হতাহত না হলেও দুজন জঙ্গি নিহত হয়েছে। এদিনের হামলা চালানো হয় চিন  পাকিস্তান আর্থিক করিডরের অন্তর্ভুক্ত গদর বন্দরের কাছে। চিনের প্রযুক্তি সহায়তায় এই প্রকল্প চলছে। বালুচিস্থান জঙ্গিরা বরাবর এই করিডরের বিরোধিতা করে এসেছে। এর আগেও চিনের ইঞ্জিনিয়ারদের ওপর হামলা চালানো হয়েছিল পাকিস্তানে।
  • পুনরায় হিন্দু মন্দির আক্রান্ত হল কানাডায়। খালিস্তানপন্থীরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে শহরের লক্ষীনারায়ণ মন্দিরে এই হামলা চালানো হয়।
জাতীয়
  • হিরন মার্ক টু ড্রোন ব্যবহার শুরু করল ভারতীয় বায়ুসেনা। এর ফলে সীমান্তে নজরদারির ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। এই ড্রোনগুলি একটানা ৩৬ ঘন্টা উড়তে পারে। বৃষ্টি, রোদ, এমনকি হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকলেও তারা উড়তে বা নির্দিষ্ট লক্ষ্যে অস্ত্র হামলা চালাতে সক্ষম।
  • সমাজ মাধ্যমে করা একটি বিতর্কিত পোস্টের জেরে এফআইআর করা হলো কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির বিরুদ্ধে। প্রিয়াঙ্কা তাঁর পোস্টে অভিযোগ করেছিলেন, মধ্যপ্রদেশ দুর্নীতির ঘরের মাঠে পরিণত হয়েছে। সেখানে ৫০ শতাংশ কমিশনের সরকার চলছে। এর বিরুদ্ধেই মধ্যপ্রদেশের এক ব্যক্তি সংযোগিতাগঞ্জ থানায় এফ আই আর করলেন।
খেলা
  • ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের শেষ তথা পঞ্চম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আট উইকেটে পরাস্ত হলো ভারত। এর ফলে ২-৩ ব্যবধানে সিরিজও হারলো তারা। ২০১৭ সালের পর এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজ খোয়ালো ভারত।
  • আরব ক্লাব চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো আল নাসের। এই দলে আগেই যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফাইনাল ম্যাচেও জোড়া গোল করলেন তিনি।
  • হকিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর বিশ্ব রেংকিংয়ে এক ধাপ এগিয়ে এলো ভারত। বর্তমানে হকিতে প্রথম তিনটি দেশ হল নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ভারত। শেষবার ২০২১ সালে তৃতীয় ক্রম পেয়েছিল ভারত।
বিবিধ
  • জলের গভীরে নতুন প্রজাতির একটি প্রাণির খোঁজ পেয়েছেন অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের জীব বিজ্ঞানীরা। আন্টার্টিকায় জলের ৬৫ থেকে ১১৭০ মিটার নিচে এমন প্রাণিগুলির খোঁজ পাওয়া গেছে যাদের প্রলম্বিত অংশের সংখ্যা কুড়িটি। গায়ের রং স্ট্রবেরির মতো এবং তা পরিবর্তনশীল। এর নাম দেওয়া হয়েছে ‘প্রমাকোক্রিনাস ফ্র্যাগারিয়াস ‘।