কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ আগস্ট ২০২৩

234
0
19th August Current Affairs

আন্তর্জাতিক
  • উত্তর ইউক্রেনের চের্ণিহিভ শহরে দিনের ব্যস্ত সময়ে অসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এই ঘটনায় একটি শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯০ জন। এদিকে একটি মার্কিন সংবাদপত্র দাবি করল, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দেড় বছরের যুদ্ধে প্রায় ৫ লক্ষ সেনা হতাহত হয়েছেন। তাদের দাবি, এই যুদ্ধে রাশিয়ার এক লক্ষ কুড়ি হাজার জন সেনা ও ইউক্রেনের ৭০ হাজার সেনা নিহত হয়েছেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক বিবেক রামস্বামী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমস্যা মেটানোর জন্য মধ্যস্থতাকারী নিয়োগের প্রস্তাব দিলেন। তাঁর প্রস্তাব, দু দেশকেই কিছু সমঝোতায় রাজি হতে হবে। তার মধ্যে একটি হলো ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না এবং রাশিয়া ডনবাসের অধিকাংশ এলাকা ছেড়ে দেবে।
  • পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জারনেওয়ালা শহরে আরো উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। সেখানে গত কয়েকদিনে সংখ্যালঘু খ্রিস্টানদের অন্তত ৮৭টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে ১৯ টি গির্জায়। এরপর পুলিশ উদ্যোগী হয়ে জেলার ৩২০০ টি গির্জায় নিরাপত্তার ব্যবস্থা করেছে। গ্রেপ্তার করা হয়েছে ১২৮ জনকে।
  • পাকিস্তানে আগেই গ্রেপ্তার করা হয়েছিল সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। এবার গ্রেপ্তার হলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী তথা তেহরিক ই ইনসাফ পাকিস্তান দলের ভাইস চেয়ারম্যান মাহমুদ কুরেশি।
জাতীয়
  • বিহারে সাংবাদিক বিমল কুমার যাদব হত্যাকাণ্ড ব্যক্তিগত শত্রুতার জেরে বলে দাবি করল পুলিশ। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’বছর আগে বিমলের ভাই শশীভূষণকে খুন করা হয়েছিল। বিমল সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিলেন। পাটনা থেকে প্রকাশিত একটি সুপরিচিত হিন্দি সংবাদপত্রের সাংবাদিক ছিলেন বিমল কুমার যাদব।
  • জন ধন প্রকল্পে গ্রাহকের সংখ্যা ৫০ কোটি অতিক্রম করে গেল বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালের ২৮ আগস্ট এই প্রকল্প শুরু হয়েছিল। মূলত গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে।
খেলা
  • বাকুতে অনুষ্ঠিত বিশ্বকাপ দাবার সেমিফাইনালে মার্কিন দাবারু ভাবিয়ানো আরুয়ানার বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করলেন ভারতের আর প্রজ্ঞানন্দ। প্রসঙ্গত, বিশ্বনাথন আনন্দের পর প্রথম ভারতীয় হিসেবে ফিডে বিশ্বকাপ দাবার সেমিফাইনালে পৌঁছেছেন প্রজ্ঞানন্দ।
  • বাকুতে শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ মিটার মেয়েদের এয়ার রাইফেল প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের মেহুলি ঘোষ। যোগ্যতা অর্জন পর্বে ১৪০ জন প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছিলেন তিনি।
  • আসন্ন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার ম্যাসকট পঘরশ করল আই সি সি। গুরুগ্রামে একটি অনুষ্ঠানে এই ম্যাসকট প্রকাশ করা হলো। এখনো তার নাম ঠিক করা হয়নি। এই নাম ঠিক করা হবে দর্শকদের দেওয়া নাম থেকে। ম্যাসকট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ভারতের পুরুষ ও মহিলা দলের দুই অধিনায়ক যথাক্রমে যশ ধুল ও শেফালী বর্মা।
  • সিএবি ২০২৩ সালের ‘জেন্টলম্যান ক্রিকেটার অফ দা ইয়ার’ পুরস্কার দিচ্ছে অনুষ্টুপ মজুমদারকে। জীবন কৃতী সম্মান পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার রাজু মুখোপাধ্যায় এবং শর্মিলা চক্রবর্তী। এছাড়াও সিএবি বর্ষসেরা পুরুষ ও মহিলা ক্রিকেটার-এর পুরস্কার পাচ্ছেন যথাক্রমে সুদীপ ঘরামি, মিতা পাল ও ধারা গুজ্জর।

 

বিবিধ
  • পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে ৪০ শতাংশ রপ্তানি শুল্ক জারি করল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।
  • একটি শিউরে ওঠা হত্যাকাণ্ডের সাক্ষী থাকলো ব্রিটেন। অন্তত সাতটি শিশুকে হত্যার প্রমাণ পাওয়া গেল একজন নার্সের বিরুদ্ধে। তাকে দোষী সাব্যস্ত করেছে ব্রিটেনের একটি আদালত। নাম লুসি লেটবি। বয়স ৩৩ বছর। ২০১৫ সাল থেকে এই সময়ের মধ্যে নিতান্ত দুধের শিশুদের সে পাশবিক মানসিকতার জেরে হত্যা করতো। এই হত্যার কারণ কখনো অন্যের আকর্ষণ অনুভব করা আবার কখনো নিস্তরঙ্গ জীবনে উত্তেজনার নেশা। ব্রিটেনের কাউন্টেস অব চেষ্টার হাসপাতালের এই শিশুঘাতী নার্সকে কী শাস্তি দেওয়া হবে তা জানা যাবে ২১ আগস্ট। রবি জয়রাম নামে একজন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক সর্বপ্রথম তার বিরুদ্ধে সন্দেহের কথা জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষকে।