কারেন্ট অ্যাফেয়ার্স ২০ আগস্ট ২০২৩

270
0
20th August Current Affairs

আন্তর্জাতিক
  • প্রবল গতিতে চাঁদের মাটিতে আছড়ে পড়ে ধ্বংস হয়ে গেল রাশিয়ার পাঠানো মহাকাশযান লুনা ২৫। তার আগেই মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল রুশ মহাকাশ সংস্থা রসমস -এর। গত ১০ আগস্ট লুনা ২৫ উৎক্ষেপণ করা হয়েছিল। অনেক কম সময়ে চাঁদের কাছে পৌঁছে ২১ আগস্ট অবতরণ করার কথা ছিল তার। তারা সফল হলে এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণের কৃতিত্ব স্থাপিত হতো। ৪৭ বছর আগে ১৯৭৬ সালে চাঁদের মাটি স্পর্শ করেছিল সোভিয়েত ইউনিয়ন প্রেরিত মহাকাশযান লুনা ২৪।
  • পাকিস্তানে গভীর রাতে বাড়ির দরজা ভেঙে গ্রেপ্তার করা হলো পাকিস্তানের প্রাক্তন মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারির কন্যা ইমান মাজারিকে। রাষ্ট্রের কাজে হস্তক্ষেপ করার অভিযোগে ইমানকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, গ্রেপ্তার করার সময় কোন পরোয়ানা সঙ্গে ছিল না পুলিশের।
  • মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান পার্টির সদস্য, সমর্থকদের প্রথম পছন্দ প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর মধ্যেই পছন্দের দ্বিতীয় তালিকায় উঠে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি বিবেক রাম স্বামী।
  • এবার দাবানল ছড়িয়ে পরল কানাডার পশ্চিমে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিস্তীর্ণ এলাকায়। মূলত কেলোনা শহর দাবানলের মুখে। ৩৫ হাজার নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হয়েছে।
জাতীয়
  • জম্মু ও কাশ্মীর ব্যাংকের চিফ ম্যানেজার সাজাদ আহমেদ বাজাজকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। তিনি নিজের পদের প্রভাব খাটিয়ে সন্ত্রাসবাদীদের মদতপুষ্ঠ বিভিন্ন ম্যাগাজিনে অর্থ সহায়তা করতেন বলে তদন্তে উঠে এসেছে। এছাড়াও গ্রেটার কাশ্মীর নামে একটি সংবাদপত্রে তিনি ছদ্মনামে নিয়মিত কাশ্মীর সমস্যা নিয়ে কলাম লিখতেন। এই পত্রিকাটি তৈরিই হয়েছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রত্যক্ষ মদতে। সাজাদের নিজের নামেই ৬৮ টি অ্যাকাউন্ট থাকার প্রমাণ মিলেছে। সেখান থেকে এই ধরনের সংগঠনগুলির মুখপাত্রের কাছে অর্থ পৌঁছে যেত বলেও তদন্তে উঠে এসেছে।
  • প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধির ৮০ তম জন্মদিন পালিত হল যথোচিত মর্যাদায়। এদিন লাদাখে রাজীব গান্ধির প্রিয় প্যাংগং লেকের কাছে গিয়ে বাবার জন্মদিন পালন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ।
  • সাংবাদিকের পর এবার একজন শিক্ষককে গুলি করে হত্যা করা হলো বিহারে। বেগুসরাইয়ে জহর চৌধুরী নামের ওই প্রাক্তন শিক্ষককে দুষ্কৃতীরা সামনে থেকে গুলি করে পালিয়ে যায়। ২০২১ সালে জহরবাবুর ছেলে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। ঠিক দুদিন আগে বিহারে সাংবাদিক খুনের ঘটনাতেও একই রকম বিষয়ের সন্ধান পাওয়া গিয়েছিল।
খেলা
  • মেয়েদের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হলো স্পেন। সিডনি অলিম্পিক পার্কে এদিন ফাইনাল ম্যাচে তারা এক শূন্য গোলে হারিয়ে দিল ইংল্যান্ডকে। জয়সূচক গোলটি করলেন স্পেনের অধিনায়িকা ওলগা কারমোনার। এই প্রথমবার মেয়েদের বিশ্বকাপ ফুটবল খেতাব জিতল স্পেন। এর আগে তাদের শ্রেষ্ঠ সাফল্য ছিল প্রি কোয়ার্টার ফাইনালে খেলা। পঞ্চম দেশ হিসেবে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হলো স্পেন। এর আগে এই খেতাব জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও নরওয়ে। সর্বাধিক গোলদাতার পুরস্কার পেলেন জাপানের হিনাতা মিয়াযাবা। এবারের বিশ্বকাপে তিনি পাঁচটি গোল করেছেন। তিনি পেয়েছেন সোনার বুট শ্রেষ্ঠ ফুটবলারের সোনার বল জিতলেন স্পেনের আইতানা বনমাতি।
  • ডাবলিনে আয়ারল্যান্ড-এর বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩৩ রানে জয়ী হলো ভারত। যশপ্রীত বুমরাহর নেতৃত্বে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করল ভারত।
  • ফুটবলের নতুন রূপকথা লিখলেন লিওনেল মেসি। তিনি মাত্র একমাস আগে যোগ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। এবং এক মাসের মধ্যেই লিগস কাপ চ্যাম্পিয়ন হলো মায়ামি, এদিন ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে তারা টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে পরাস্ত করল ন্যাশভিল দলকে। যোগ দেওয়ার পর ইন্টার মায়ামির হয়ে ৭ ম্যাচে ১০ টি গোল করেছেন মেসি, অ্যাসিস্ট করেছেন তিনটি গোলের ক্ষেত্রে। খুব স্বাভাবিকভাবেই এই প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা এবং সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কারও জিতলেন তিনি। পেশাদার পেশাদার ফুটবল জীবনে মেসি মোট ২৪ বার ফাইনালে উঠে 19 বার চ্যাম্পিয়ন হলেন।
  • ফুটবলের কিংবদন্তি গোষ্ঠ পালের ১২৭ তম জন্মদিন পালিত হল যথাযথ মর্যাদায়।
  • বিশ্বের দ্রুততম মানব বলা যাবে নোয়া লাইলসকে। বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০০ মিটার ফাইনালে মার্কিন অ্যাথলিট নোয়া ৯.৮৩ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতেছেন।
বিবিধ
  • হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ সব্যসাচী দাসকে পুনর্নিয়োগ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি লিখলেন ৭৮ টি বিশ্ববিদ্যালয়ের ২৮৮ জন অর্থনীতিবিদ। তাঁরা বলেছেন, জ্ঞানার্জনের জন্য গবেষণাকে খোলা মনে দেখতে হবে। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন সব্যসাচী দাস। এই গবেষণার অভিমুখ নিয়ে তীব্র সমালোচনা ও বিতর্ক হয় দেশজুড়ে। এরপরই ইস্তফা দেন অধ্যাপক দাস।