মালদায় স্বাস্থ্য দপ্তরে নিয়োগ

1285
0
wb health recruitment
Courtesy: Times of India

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন মালদায় ৩৮ জন ব্লক এপিডেমিলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান,

ব্লক ডেটা ম্যানেজার, স্টাফ নার্স, কাউন্সেলর, মেডিক্যাল অফিসার ও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.malda.gov.in অথবা www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

অধ্যাপনা ও ফেলোশিপের যোগ্যতা অর্জনের জন্য নেট-এর অনলাইন আবেদন শুরু

আবেদনের ফি ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি বাবদ ৫০ টাকা দিতে হবে।

আবেদনের ফি জমা করতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, মালদা, অ্যাকাউন্ট নম্বর: ০২৩৩০১০৩৬৭৮৯৩, আইএফসিএস কোড: PUNB0023320. পূরণ করা আবেদনপত্র, আবেদনের ফি জমা করার রিসিট কপি

এবং যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ২০ জুলাই ২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে পাঠাতে হবে Office of the Secretary, District Health & Family Welfare Samity & Chief Medical Officer of Health, Malda, PO- Jhaljhalia (JRC), Dist- Malda, Pin- 732102 ঠিকানায়।

নোটিসটি দেখতে ক্লিক করুন