কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ জুলাই ২০২২

502
0
daily current affairs
Courtesy: Telegraph India

আন্তর্জাতিক 
  • ব্রিটেনের মসনদে কি বসতে চলেছেন একজন ভারতীয় বংশোদ্ভূত ? প্রাক্তন অর্থমন্ত্রী তথা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক প্রধানমন্ত্রী পদের জন্য ব্রিটেনের কনজারভেটিভ পার্টির দ্বিতীয় দফার দলীয় নির্বাচনে প্রথম স্থান পেলেন । প্রসঙ্গত , ইনফোসিস এর প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাতা তিনি । গত ৭ জুলাই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন বরিস জনসন ।
  • মলদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে । কিন্তু তাঁকে রাজনৈতিক আশ্রয় দিতে আপত্তি জানায় সিঙ্গাপুর প্রশাসন । তাদের বিদেশ মন্ত্রক জানিয়ে দেয় , এটি রাজাপক্ষের ব্যক্তিগত সফর । এরপরই রাজাপক্ষে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন । বিক্ষোভ সামলাতে কলম্বোয় কারফিউ জারি করা হয়েছে ।
  • আস্থা ভোটে পরাজিত হলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ।
জাতীয় 
  • বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করা রোগের খোঁজ পাওয়া গেল ভারতেও । ভারতে প্রথম মাঙ্কি পক্স আক্রান্তের সন্ধান পাওয়া গেল কেরলে । ওই ব্যক্তি চারদিন আগে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছেন । পুনের গবেষণাগার এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।
খেলা 
  • লর্ডসে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতকে ১০০ রানে পরাস্ত করল ইংল্যান্ড । ৯.৫ ওভার বল করে ২৪ রানে ৬ উইকেট তুলে নিলেন রিস টিপলি ।  একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ড -এর হয়ে শ্রেষ্ঠ বোলিংয়ের নজির গড়লেন তিনি । ম্যান অব দ্য ম্যাচও হলেন ।
  • দক্ষিণ কোরিয়ার চাংওণে আয়োজিত বিশ্বকাপ শুটিং প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে সোনা জিতল ভারত । এছাড়াও প্রতিযোগিতার ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড বিভাগে সোনা জিতল ভারতের মেহুলি ঘোষ – তুষার মানে জুটি ।এখনও পর্যন্ত ৩টি সোনা , ৪টি রুপো, ১টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত ।
বিবিধ 
  • কলকাতার মুকুটে যুক্ত হল আরও একটি পালক । যাত্রীদের জন্য খুলে দেওয়া হল শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো । মাত্র ২১ মিনিটে ওই পথ পাড়ি দেবে মেট্রো । প্রথম দিন সওয়ার হলেন ৩১০৩৭ জন যাত্রী ।
  • প্রায় বিস্মৃতির অন্তরালে চলে যাওয়া প্রাক্তন আই পি এল কর্তা ললিত মোদি ইনস্টাগ্রামে বার্তা দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্কের ।
  • টাকার দাম আরও পড়ে হল ৭৯.৯৯ টাকা প্রতি ডলার । এটি টাকার সবথেকে কম দামের নজির ।

 

কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ জুলাই ২০২২