কলকাতা বিমানবন্দরে অ্যাপ্রেন্টিস

446
0
AAI Recruitment 2024

নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। AAI Recruitment 2024

প্রার্থী বাছাই করবে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া।

বিজ্ঞপ্তি নম্বর: 01/2023/AAC/APPRENTICE-GRADUATE/DIPLOMA/ITI (Trade)

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে চার বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে তিন বছরের পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।

আইটি ট্রেড অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ট্রেড বা ডিসিপ্লিনে এনসিভিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট।

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের বাসিন্দারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

বয়স: ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৬ বছরের মধ্যে।

জিওলজিক্যাল সার্ভেতে ডেটা সায়েন্টিস্ট, আইটি এক্সপার্ট নিয়োগ

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাস ১৫০০০ টাকা,

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ১২০০০ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের www.nats.education.gov.in পোর্টালে

এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিসদের www.apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পযর্ন্ত। AAI Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন