কারেন্ট অ্যাফেয়ার্স ১০ অক্টোবর ২০২৩

156
0
Current Affairs 15th February

আন্তর্জাতিক
  • ইজরায়েল ও হামাসের সংঘর্ষ সমানেই চলছে। এই সংঘর্ষে ১৬০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিন দক্ষিণ ইজরায়েলের বিভিন্ন শহরে হামাসের জঙ্গিদের সঙ্গে ইজরায়েল সেনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে হামাস। অন্যদিকে গাজা ভূখণ্ডে শতাধিক জায়গায় বোমাবর্ষণ করেছে ইজরায়েলের বিমান বাহিনী। রাষ্ট্রসঙ্ঘের তথ্য, গাজায় তাদের আশ্রয় শিবিরে ইতিমধ্যেই এক লক্ষ আশি হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। সীমান্ত এলাকা থেকে দ্রুত মানুষজন পালিয়ে যাচ্ছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ২০১৮ সালে ভারত সফর করেছিলেন। তখন যৌথ বিবৃতিতে ভারত এবং ইজরায়েল সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার করেছিল। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন নেতানিয়াহু। এই সংঘর্ষে ভারত ইজরায়েলের পাশে আছে বলে মোদী তাঁকে জানিয়েছেন। অন্যদিকে ভারতে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত আদনান আবু আলহাইজা এই সংঘর্ষে ভারতের মধ্যস্থতা দাবি করেছেন। ভারতের সঙ্গে প্যালেস্টাইনের দীর্ঘ সুসম্পর্কের কথা তিনি স্মরণ করেছেন।
জাতীয়
  • গত শতাব্দীতে টলস্টয় ফার্ম থেকে দক্ষিণ আফ্রিকায় আইনজীবী হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এদিন দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে সেই টলস্টয় ফার্মে মহাত্মা গান্ধীর ৮ ফুট দীর্ঘ একটি পূর্ণাবয়ব মূর্তির  আবরণ উন্মোচন করলেন দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দূতাবাসের হাইকমিশনার প্রভাত কুমার।
খেলা
  • ব্যাডমিন্টনে ছেলেদের ডাবলসে বিশ্ব ক্রমতালিকার শীর্ষস্থান দখল করলেন ভারতের সাত্ত্বিক সাইরাজ রনকি রেড্ডি এবং চিরাগ শেট্টি।
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বকাপে ধর্মশালায় বাংলাদেশকে ১৩৭ রানে পরাস্ত করল ইংল্যান্ড। এদিন শতরান করলেন ইংল্যান্ডের দাভিদ মালান (১০৭ বলে ১৪০ রান)। অন্য ম্যাচে ছয় উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল পাকিস্তান। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৩৪৪ রান তুলেছিল। এই ম্যাচে মোট চারটি শতরান এসেছে। শ্রীলংকার কুশল মেন্ডিস (৭৭ বলে ১২২), সাদিরা সমরবিক্রম (৮৯ বলে ১০৮), পাকিস্তানের আবদুল্লা সফিক (১০৩ বলে ১১৩) এবং মহম্মদ রিজওয়ান (১২১ বলে ১৩১) শতরান করেছেন। ৫০ ওভারের বিশ্বকাপ ম্যাচে এটাই সবথেকে বেশি রান তাড়া করে জয়ের
বিবিধ
  • এই শতাব্দীর শেষের দিকেই তীব্র গরমে কাহিল হয়ে পড়বেন ভারত, পাকিস্তানের সিন্ধু প্রদে,শ পূর্ব চিন ও আফ্রিকার বহু মানুষ। বিশেষত ভারত ও পাকিস্তানের ২২০ কোটি মানুষ বিশেষ সমস্যায় পড়বেন। একটি সমীক্ষা থেকে এই আশঙ্কার কথা জানা গিয়েছে।
  • লেখিকা অরুন্ধতী রায় এবং অধ্যাপক শওকত হোসেনের বিরুদ্ধে ২০১০ সালের একটি মামলার আইনি প্রক্রিয়া শুরুর অনুমোদন দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনা। ২০১০ সালের নভেম্বর মাসে দিল্লিতে একটি অনুষ্ঠানে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনে মুখ খোলার অভিযোগ এনে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।
  • ২০২১ সালের ২০ অক্টোবর সেবায়েতদের জন্য পৃথক পোশাক বিধি চালু করেছিল পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। ২০২৪ সালের প্রথম দিন থেকে দর্শনার্থীদের জন্যও নির্দিষ্ট পোশাক বিধি চালুর সিদ্ধান্ত নিল।