ইন্টেলিজেন্স ব্যুরোতে সিকিউরিটি অ্যাসিঃ ও এমটিএস

1272
0
IB Recruitment 2023

কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের অধীন ইন্টেলিজেন্স ব্যুরোতে ৬৭৭টি শূন্যপদ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ মোটর ট্র্যান্সপোর্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। IB Recruitment 2023

বেতনক্রম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ মোটর ট্র্যান্সপোর্ট পদে লেভেল ৩ অনুযায়ী ২১৭০০-৬৯১০০ টাকা।

এমসিএস পদের ক্ষেত্রে লেভেল ১ অনুযায়ী ১৮০০০-৫৬৯০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

যোগ্যতা: এমটিএস: কোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমতুল পাশ। যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করবেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ মোটর ট্র্যান্সপোর্ট: কোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমতুল পাশ।

সঙ্গে হাল্কা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে।

লাইসেন্স পাওয়ার পর অন্তত এক বছরের মোটর কার চালানোর অভিজ্ঞতা।

যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করবেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

ঝাড়গ্রামে যোগা ইনস্ট্রাক্টর নিয়োগ

বয়স: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ মোটর ট্রান্সপোর্ট পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর এবং এমটিএসের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১৩ নভেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পরীক্ষার ফি: পরীক্ষার ফি ৫০ টাকা সঙ্গে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ ৪৫০ টাকা।

ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

পশ্চিম বর্ধমানে কর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতি: www.mha.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৪ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। IB Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন