কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জানুয়ারি ২০২১

580
0
Courtesy: India Today

আন্তর্জাতিক
  • অর্থের বিনিময়ে মানব পাচার, ঘুষ দেওয়া প্রভৃতি অভিযোগে বাংলাদেশের সাংসদ কাজি শাহিদ ইসলাম পাপুনকে ৪ বছরের কারাদণ্ড দিল কুয়েতের একটি আদালত । সেই সঙ্গে তাকে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৫৩ কোটিরও বেশি। কাজি শাহিদের স্ত্রী সেলিনা ইসলামও একজন সাংসদ। বাংলাদেশের ইতিহাসে কোনো সাংসদের বিদেশে দণ্ডিত হওয়ার ঘটনা নজিরবিহীন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে মহাত্মা গান্ধীর একটা পূর্ণাবয়ব মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। উত্তর ক্যালিফোর্নিয়ার ডেভিস শহরের সেন্ট্রাল পার্কে ৬ ফুট উচ্চতার মূর্তিটি প্রতিষ্ঠার সময় ভারতবিরোধী সংগঠন `অর্গানাইজেশন ফর মাইনরিটিজ ইন ইন্ডিয়া’ তীব্র বিরোধিতা করেছিল। ওই ঘটনায় এই সংস্থার সঙ্গে খালিস্তানিদেরও সন্দেহ করছে প্রশাসন।

 

জাতীয়
  • মহাত্মা গান্ধীর ৭০তম মৃত্যুদিবস পালিত হল যথযথ মর্যাদা সহকারে। কৃষক আন্দোলনকারীরা সদ্‌ভাবনা দিবস পালন করে আগামী দিনে অহিংস পথে শান্তিপূর্ণ পথে আন্দোলনের কথা জানালেন।
  • গত ২০ জানুয়ারি বোম্বে হাইকোর্টের সুপারিশ মেনে বিচারপতি পুষ্পা গনোড়িওয়ালাকে স্থায়ী বিচারপতি পদে নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এবার কলেজিয়াম সেই সুপারিশ প্রত্যাহার করে নিল। সম্প্রতি পর-পর কয়েকটি বিতর্কিত রায় দিয়েছিলেন বিচারপতি গনেড়িওয়ালা।

 

বিবিধ
  • পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ২৬ মে তাঁর জন্ম দিবস। তিনি অলচিকি লিপির জনক।

 

খেলা
  • আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড ২-১ গোলে হারিয়ে দিল নম্বর তালিকায় শীর্ষে থাকা মুম্বাই সিটি এফসিকে। খালিদ জামিল দায়িত্ব নেওয়ার পর এটি নর্থ ইস্টের উপর্যুপরি তৃতীয় জয়। ১২ ম্যাচ অপরাজিত ছিল মুম্বই।
  • অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে জাপানের বেন ম্যাগলাচলানের সঙ্গে জুটি বাঁধলেন রোহন বোপান্না।
  • এই মরসুমে রঞ্জি ট্রফি বাতিল করে দিল বিসিসিআই। ৮৭ বছরের ইতিহাসে এই প্রথমবার এই প্রতিযোগিতা স্থগিত থাকছে। কোভিড পরিস্থিতির কারণে এই দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা স্থগিত রাখা হল।

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন