কারেন্ট অ্যাফেয়ার্স ৪ ফেব্রুয়ারি ২০২১

729
0
Courtesy: Inside Sport

আন্তর্জতিক
  • মায়ানমারে নির্বাচিত সরকারকে বরখাস্ত করে সেনা অভ্যুত্থানের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন রাষ্ট্র সংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেজ। সেনার রক্তচক্ষু উপেক্ষা করে নাগরিকদের একাংশও পথে নেমে বিক্ষোভ দেখায়। তাঁদের মুখে ছিল ১৯৭৭ সালে মার্কিন রক ব্যান্ড `কনসাস’এর `ডাস্ট ইন দ্য উইন্ড’ গানের অনুবাদ। `কাবার ম্যাকায় বু’ সেনার অধীন কাজ করতে অস্বীকার করলেন চিকিৎসকদের  একাংশ। পরিস্থিতি বেগতিক দেখে ফেসবুক বন্ধ করে দিল সেনা প্রশাসন।
  • রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তির মেয়াদ ৫ বছর বৃদ্ধি করল মার্কিন যুক্তারাষ্ট্র। ২০১০ সালে বারাক ওবামা মার্কিন রাষ্ট্রপতি থাকার সময় `নিউ স্টার্ট’ নামে ওই চুক্তি হয়েছিল। জো বাইডেনের আমলে এসে তার মেয়াদ বৃদ্ধি হল।

 

জাতীয়
  • বেঙ্গালুরুর নিউ স্পেস সংস্থার সঙ্গে হাত মিলিয়ে হ্যল-এর `ইনফিনিটি’ নামক ড্রোন তৈরির কাজ অনেকটাই এগিয়েছে বলে জানানো হল। মাটি থেকে ৬৫ হাজার ফুট উচ্চতায় একটানা ৯০ দিন উড়তে  পারবে এই ড্রোন। লাইফ ভিডিয়ো ব্যবস্থায় নজরদার করতে পারবে এটি। ৩ থেকে ৫ বছরের মধ্যে এগুলি সামরিক বাহিনীর হাতে তুলে দেবে হ্যাল।
  • চৌরাচৌরির ঘটনার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯২২ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। সেখানে কৃষকদের মিছিল হয়েছিল উত্তর প্রদেশের চৌরিচৌরায়। মিছিলে পুলিশ গুলি চালালে উত্তেজিত জনতা থানা পুড়িয়ে দেয়। মৃত্যু  হয়েছিল ২২ জন পুলিশ কর্মীর। এই ঘটনার পর আন্দোলন প্রত্যাহার করে নেন মহাত্মা গান্ধী।

 

বিবিধ
  • প্রয়াত হলেন ক্যাপ্টেন মুর (১০০)। ব্রিটিশ সেনাবাহিনীর এক প্রাক্তন ক্যাপ্টেন জাতীয় স্বাস্থ্য পরিষেবার জন্য এক হাজার পাউন্ড টাকা তুলতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত উঠেছিল ৩,২৭,৯৪,৭০১ পউন্ড। সাড়া দিয়েছিলেন ১৫ লক্ষ মানুষ। রাতারাতি জনপ্রিয় হয়ে যাওয়া মুরের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে ব্রিটেনের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হল।

খেলা
  • আই এস এলে নর্থ ইস্ট ইউনাইটেড–এফসি গোয়া ম্যাচ ড্র হল (১-২)। জোড়া পেনালটি থেকে দু গোল করলেন নর্থ ইস্টের ফেডরিকো গ্যালেগা।
  • কোপা দেল রে-এর কোয়ার্টার ফাইনালে ৫-৩ গোলে জয়ী হল বার্সেলোনা। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত তারা গ্রানাডার কাছে ০-২ গোলে পিছিয়ে ছিল। এই অবিশ্বাস্য জয়ের নায়ক বার্সার আঁতোয়ান গ্রিজমান।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

`রাইস ট্যালেন্ট স্কলারশিপ টেস্ট’-এ রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন