কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ মার্চ ২০২১

716
0
sports
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • গুরুতর অসুস্থ ও আহতদের স্বেচ্ছামৃত্যু আইনসম্মত হল স্পেনে। স্পেনে অন্তত ৩৫০  জনের মধ্যে ২০২ জন এই প্রস্তাবের পক্ষে সময় দিয়েছেন । এর আগে ইউরোপীয় ইউনিয়নের বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ স্বেচ্ছামৃত্যুকে আইনি অনুমোদন দিয়েছিল।
  • আফ্রিকার তানজানিয়ার রাষ্ট্রপতি জন মাগুফুলি (৬২) প্রয়াত হলেন। সরকারি ভাবে জানানো না হলেও অনুমান করা হচ্ছে যে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে তাঁর। মাগুফুলি সামাজিক দূরত্ব রক্ষার নীতির ঘোর বিরোধী ছিলেন। এদিকে বিশ্বে এই সংক্রমণে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ২৬ লক্ষ ৯৫ হাজার ১০৪। ব্রিটেনে ১ লক্ষ ২৫ হাজার জনের প্রাণহানি হয়েছে করোনা সংক্রমণে।
  • একটি টেলিভিশন সাক্ষাৎকারের প্রভাবে তলানিতে গিয়ে ঠেকল রুশ-মার্কিন সম্পর্ক। এই সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সম্পর্কে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, `আপনি কি তাঁকে খুনি মনে করেন?’ উত্তরে বাইডেন বলেন, হ্যাঁ, ‘আমি তাই মনে করি।’

 

জাতীয়  
  • করোনা সংক্রমণের দ্বিতীয় চেউয়ের আশঙ্কা জাগিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হলেন ৩৫,৮৭১ জন। মহারাষ্ট্রে একদিনে ২৫,৮৩৩ জন সংক্রমিত হলেন যা অতিমারী শুরুর থেকে এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। সংক্রমণ প্রতিরোধে পাঞ্জাব ও সিকিমে নৈশ কারফিউ শুরু হল। এদিন দেশে সক্রিয় রোগীর সংখ্যা আড়াই লক্ষ অতিক্রম করল।
  • যৌন হেনস্তার মামলায় অভিযুক্তকে জামিন পেতে হলে অভিযোগকারিণীর বাড়ি গিয়ে রাখি পরে আসতে হবে। মধ্যপ্রদেশ হাইকোর্টের দেওয়া এই রায় বাতিল করল সুপ্রিম কোর্ট।

 

বিবিধ
  • বিদেশ মন্ত্রকের মুখপাত্র নিযুক্ত হলেন অরিন্দম বাগচি। তিনি দিল্লির প্রবাসী বাঙালি।
  • দিল্লি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ থেকে `ক্যানডিডা অরিস নামে এক ধরনের অনুবীজ বা সুপার বাগের সন্ধান পেলেন। ২০০৯ সালে জাপানে ও পরে ব্রিটেনে এর সন্ধান মিলেছিল। ভারতে এই প্রথম এর খোঁজ মিলল। এগুলিও রোগ ছড়ায় এবং প্রথাগত ওষুধে তার নিরাময় হয় না।
খেলা
  • ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ভারত ৮ রানে জয়ী হল। ৩১ বলে ৫৭ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন সূর্যকুমার যাদব। গত ম্যাচে তাঁর অভিষেক হয়েছিল। তবে সেই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি। এদিন নিজের ইনিংসের প্রথম বলেই ওভার বাউন্ডারি মারেন সূর্য।
  • আত্মঘাতী হয়েছেন কুস্তিগির ঋতিকা ফোগট (১৭)।রাজস্থানের ভরতপুরে একটি কুস্তি প্রতিযোগিতায় ফাইনালে অল্পের জন্য হেরে যান তিনি। তারপরই এমন ঘটনা বলে পুলিশ জানায়। ভারতের দুই সফল কুস্তিগির গীতা ফোগট ও ববিতা ফোগটের মামাতো বোন ঋতিকা।
  • ইস্তানবুলে বসফরাস আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন পলতসেভা একাতেরিনাকে পরাস্ত করলেন ভারতের মহিলা বক্সার নিখাত জারিন।

১৭ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন