কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ নভেম্বর ২০২৩

120
0
Current Affairs 26th November
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিং -এর বৈঠকে দু’দেশের মধ্যে বরফ গলল কিনা সে প্রশ্ন থেকেই গেল। কারণ বৈঠকের পর পুনরায় বিতর্ক তৈরি হয়েছে। সাংবাদিকরা বাইডেন কে প্রশ্ন করলেন যে, তিনি এখনো চিনের রাষ্ট্রপতিকে স্বৈরাচারী মনে করেন কিনা! সেখানে বাইডেন বলেছেন, ‘উনি তো তাইই’। অন্যদিকে চিনের বিদেশ মন্ত্রক বলেছে, এই মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রসঙ্গত গত জুন মাসে বাইডেন চিনের রাষ্ট্রপতিকে ‘স্বৈরাচারী একনায়ক’ বলে মন্তব্য করেছিলেন।
  • গাজার সবথেকে বড় হাসপাতাল আল সিফায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইজরায়েল। কিন্তু এখনো সেখানে হামাসের জঙ্গি যোগের কোন প্রমাণ দেখাতে পারেনি তারা। প্রসঙ্গত, হাসপাতাল থেকে হামাস জঙ্গিরা নাশকতার কাজ চালাচ্ছে, এই অভিযোগ তুলেই হাসপাতালগুলিকে নিশানা করেছিল ইজরায়েল। হাসপাতালগুলির অবস্থা নরকের তুল্য হয়ে উঠে পড়েছে। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ভলকার তুর্ক আশঙ্কা প্রকাশ করেছেন, গাজায় মহামারী ও দুর্ভিক্ষ কেউ আটকাতে পারবেনা। এরই মধ্যে এবার দক্ষিণ গাজা ছেড়েও নাগরিকদের সরে যাওয়ার জন্য সতর্ক করেছে ইজরায়েলের সেনাবাহিনী।
  • বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তী নিরপেক্ষ সরকারের হাতে সাধারণ নির্বাচন সম্পন্ন করার দাবিতে বিরোধীদের ধর্মঘটে কার্যত কোন প্রভাব পড়ল না। এরপর প্রধান বিরোধীদল বিএনপি ২৯ নভেম্বর থেকে ৪৮ ঘন্টার হরতাল ডাকলো।
  • শরণার্থীদের রোটান্ডায় পাঠিয়ে দেওয়ার যে পরিকল্পনা করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, তা খারিজ করে দিল ব্রিটেনের সুপ্রিম কোর্ট। ব্রিটেনের সর্বোচ্চ আদালতের দাবি, রোটান্ডা শরণার্থীদের পক্ষে নিরাপদ দেশ নয়।
জাতীয়
  • বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলো। এর নাম দেওয়া হয়েছে ‘মিধিলি’। এটি বাংলাদেশের মংলা ও খেপুপাড়ার মধ্যবর্তী কোন স্থান দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • পাঁচ দিন কেটে গেলেও উত্তরাখণ্ডের উত্তরকাশিতে ভেঙে পড়া সুড়ঙ্গ থেকে আটক শ্রমিকদের উদ্ধার করা যায়নি। সেখানে ৪০ জন শ্রমিক আটকে পড়েছেন। তবে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা দিন রাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
  • চন্দ্রযান তিন উৎক্ষেপণের ১২৪ দিন পর লঞ্চ ভেহিকেল এর একটি অংশ পৃথিবীর বায়ুমন্ডলে ফিরে এসেছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, এলভিএম ৩ এম ৪ লঞ্চ ভেহিকেল এর ওই অংশটি প্রশান্ত মহাসাগরের উত্তরাংশে আছড়ে পড়েছে। প্রসঙ্গত রাষ্ট্রসংঘ এবং ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিজ কো-অর্ডিনেশন কমিটির সিদ্ধান্ত, যে কোন বর্জ্য মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমন্ডলে ফিরিয়ে আনতে হবে। সেই মতো এই মহাকাশ বর্জ্য দু হাজার কিলোমিটার ফিরিয়ে এনে প্রশান্ত মহাসাগরে বিনষ্ট করা হয়েছে।
খেলা
  • ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে ভারত এদিন কুয়েতকে তাদের দেশের মাটিতে এক শূন্য গোলে পরাজিত করল। একমাত্র গোলটি করলেন মনবীর সিং।
  • বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া তিন উইকেটে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। এই নিয়ে আটবার বিশ্বকাপের ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। অন্যদিকে পাঁচবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলে পাঁচবারই পরাজিত হলো দক্ষিণ আফ্রিকা। এদিনের ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। প্রসঙ্গত, বর্ণবৈষম্যের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্লাইভ রাইস এর নেতৃত্বে এই ইডেন থেকেই আন্তর্জাতিক ম্যাচ পুনরায় শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। এ দিন প্রোটিওবাহিনীর ব্যাটাররা বড় রান না তাদের মধ্যেই একজন শতরান করলেন। তিনি ডেভিড মিলার (১০১)।
বিবিধ
  • চেন্নাইয়ের আন্না জুওলজিক্যাল পার্ক চিড়িয়াখানা একটি পুরুষ ও একটি মহিলা রয়েল বেঙ্গল টাইগার উপহার দিল জম্মুর জাম্বু চিড়িয়াখানাকে। বিনিময়ে জম্মুর চিড়িয়াখানা দুটি হিমালয়ান কালো ভাল্লুক উপহার দিল চেন্নাইয়ের চিড়িয়াখানাকে।
  • জেনিভায় রাষ্ট্রসঙ্ঘের ‘ইয়ং অ্যাক্টিভিস্ট সামিট’ -এ যোগ দিলেন বিহারের কিষণগঞ্জের বাসিন্দা, সমাজকর্মী রোশনি পারভিন। এই সম্মেলনে রোশনি শোনালেন তাঁর বাল্যবিবাহ, বিয়ের পর স্বামীর অত্যাচার এবং নিজের লড়াকু জীবনের কথা।
  • ২০২৪ থেকে ২০২৬ অর্থ বর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন ৬ থেকে ৭.১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিল আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা এস অ্যান্ড পি।