কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ মে ২০২১

588
0
current affairs
Courtesy: Deccan Herald

আন্তর্জাতিক
  • বিশ্বের জনসংখ্যার মধ্যে বিত্তশালী দেশগুলির নাগরিক মাত্র ১৫ শতাংশ৷ অথচ তাদের হাতেই রয়েছে করোনার ৪৫ শতাংশ প্রতিষেধক৷ মধ্য ও নিম্নবিত্ত দেশগুলির জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি৷ তাদের হাতে এখনও পর্যন্ত ১৭ শতাংশ প্রতিষেধক পৌঁছেছে৷ এই বৈষম্যের চিত্র তুলে ধরলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মহাসচিব ট্রেডস অ্যাডানাম গেব্রিয়েসাস৷
  • বাংলাদেশে মহিলা সাংবাদিক রেজিনা ইসলামকে গ্রেপ্তার করা হল৷ ঢাকায় স্বাস্থ্যমন্ত্রকের গোপণ নথিপত্র চুরির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ এই ঘটনার প্রতিবাদে শাহবাগ থানার বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সাংবাদিকরা৷

 

জাতীয়
  • গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে “টাউটে”-এর তাণ্ডবে মৃত্যু হল অন্তত ১৪ জনের. গুজরাটে এই ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিমি৷ মুম্বই উপকূলে ও এনজিসি-এর তেল রিগ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ “পাপা-৩০৫” নামক বার্জটি সবথেকে ক্ষতিগ্রস্ত৷ মহারাষ্ট্রে ১৮.৪৩ লক্ষ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে৷ গুজরাটে ১৬ হাজার বাড়ি ভেঙে পড়েছে৷
  • কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার ৯ মাস পর প্রতিষেধক নেওয়া যাবে বলে সুপারিশ করল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন৷ এদিকে দেশে এদিন ২৫২২৮৯৯৬ জন করোনায় সংক্রমিত হলেন৷ পশ্চিমবঙ্গে ১৯৪২৮ জন সংক্রমিত হলেন৷ মীরাটে করোনা সংক্রমণে প্রাণহানি হল ২৪ বছর বয়সী যমজ ভাই জোগ্রে ভার্গিস গ্রেগরি এবং র্যালফ্রেডের৷

 

বিবিধ
  • বিশ্বের নতুন “বিগ ফাইভ” তালিকা প্রকাশিত হল৷ আন্তর্জাতিক পশুপ্রেমী মঞ্চেরর করা এই তালিকায় ঠাঁই পেয়েছে হাতি, মেরুভালুক, গরিলা, বাঘ ও সিংহ৷ বিশ্বের শ্রেষ্ঠ ২৫০ জন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের তোলা ছবির প্রেক্ষিতে এই তালিকা তৈরি করা হয়েছে৷ প্রসঙ্গত, ভারেত “বিগ ফাইভ” হল হাতি, বাঘ, সিংহ, এশিয়াটিক ওয়াটার বাফেলো ও গণ্ডার৷ আফ্রিকার বিগ ফাইভ হল হাতি, সিংহ, কেপ বাফেলো, চিতাবাঘ ও গণ্ডার৷ সবথেকে সুন্দর ও বিপন্ন প্রাণীরাই এই তালিকায় ঠাঁই পায়৷

 

খেলা
  • ইউরো কাপে ফ্রান্সের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন করিম বেঞ্জেমা৷ ৫ বছর পর তিনি জাতীয় দলে ফিরছেন৷ চলতি মরসুমে ক্লাবের হয়ে ৪৫ ম্যাচে ২৯টি গোল করেছেন তিনি৷
  • জাপানে আসন্ন অলিম্পিক প্রতিযোগিতা বন্ধের দাবি করল টোকিও মেডিক্যাল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন৷ করোনা সংক্রমণ বাড়ায় এই দাবি জানিয়েছে তারা৷ প্রসঙ্গত, জাপানে মাত্র ১ শতাংশ নাগরিকের করোনা টিকা নেওয়া হয়েছে৷
  • কোপা আমেরিকা প্রতিযোগিতা পুরোটাই নিজেরা আয়োজনের দাবি জানাল আর্জেন্টিনা৷ প্রসঙ্গত, সহ আয়োজক কলম্বিয়া রাজনৈতিক হিংসায় অশান্ত হওয়ায় এই দাবি জানালো তারা৷

 

১৭ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন