কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ ফেব্রুয়ারি ২০২৪

112
0
Current Affairs 28th March
Courtesy: WION

আন্তর্জাতিক
  • পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর এখনো পর্যন্ত সরকার গড়া নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলি। তার মধ্যেই পাকিস্তান জুড়ে তীব্র হয়ে উঠেছে ভোটে কারচুপির অভিযোগ। তাতে অগ্নিসংযোগ করেছে রাওয়ালপিন্ডের নির্বাচন কমিশনারের অভিযোগ ও পদত্যাগ। এবার পাকিস্তানের মুখ্য নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা এবং পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করল ইমরান খানের দল পিটিআই।
 জাতীয়
  • দশ জন খনি শ্রমিককে অপহরণ করে নিয়ে গেল সন্ত্রাসবাদীরা। এই ভয়ংকর ঘটনাটি ঘটেছে অসম অরুণাচল সীমান্তে ফিনবোরা কয়লা খনিতে। গভীর রাতে ডাম্পার চড়ে এসেছিল জঙ্গিরা। সন্দেহ করা হচ্ছে তারা নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল সোসালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড অথবা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম এর কর্মী।
খেলা
  • ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন পি ভি সিন্ধুরা। এশিয়া টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল। এই প্রথমবার এই প্রতিযোগিতায় ভারত সোনার পদক জিতল। এদিন ফাইনালে ভারত ৩-২ ব্যবধানে হারিয়ে দিল থাইল্যান্ডকে। ভারতের দলে ছিলেন পি ভি সিন্ধু, আনমোল খরাব, অস্মিতা চাহিলা, গায়ত্রী গোপিচাঁদ এবং তৃষা জলি।
  • রেকর্ড রানে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট জিতে নিল ভারত। এর ফলে সিরিজেও তারা ২-১ ব্যবধানে এগিয়ে গেল। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ভারত ৪৩৪ রানে পরাজিত করল ইংল্যান্ডকে। এই প্রথম ভারত কোন টেস্টে এত বড় ব্যবধানে জয়লাভ করল। এর আগে ২০২১ সালে মুম্বইয়ে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে দেওয়া ছিল ভারতের সবথেকে বড় ব্যবধানে টেস্ট ম্যাচে জয়ের রেকর্ড। এদিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিং শেষ হয়ে যায় মাত্র ১২২ রানে। ম্যান অফ দ্য ম্যাচ হলেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে তিনি শতরান করেছিলেন আর দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন মূল্যবান সাতটি উইকেট। দ্বিতীয় ইন ভারতের দ্বিতীয় ইনিংসে দ্বি শতরান করলেন যশস্বী জয়সওয়াল। তিনি ২৩৬ বলে ২১৪ রান করলেন। এই নিয়ে একই সিরিজে পরপর দুটি টেস্টে দ্বি শতরানের রেকর্ড গড়লেন তিনি।
  • রঞ্জি ট্রফির নক আউট পর্বে যাওয়ার আশা হারিয়েছে বাংলা। এদিন ইডেন গার্ডেন্সে নিয়ম রক্ষার ম্যাচে বিহারের বিরুদ্ধে ইনিংস ও ২০৪ রানের জয়ী হলো বাংলা। এদিনই প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বাংলার মনোজ তিওয়ারি। মনোজকে সংবর্ধনা দেওয়া হলো সিএবি-এর পক্ষ থেকে।
বিবিধ
  • বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে বোলপুরের কাছে রায়পুর এলাকায় ৩১ একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই বিশ্ববিদ্যালয়। ২০২০ সালেই এই বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হয়। তবে নিজস্ব ক্যাম্পাস না থাকায় এতদিন তা হয়েছে অন্যত্র।