কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুলাই ২০২৩

239
0
Current affairs 1st July

আন্তর্জাতিক
  • ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ৪৮ জন। গুরুতর আহত হলেন ৩০ জন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম কেনিয়ার লন্ডিয়ানি জংশনে। পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী ট্রাক রাস্তার অনেকগুলি গাড়িকে ধাক্কা মেরে পিষে দেয়।
  • সরকার বিরোধী বিক্ষোভে জ্বলছে ফ্রান্স। সেখানে ২৫৬০ টি অগ্নিসংযোগের, ১৩৫০ টি গাড়ি ভাঙচুরের, ২৩৪ টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে সাতশোর বেশি দোকান বাজার। বিভিন্ন শহরে মূলত তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। ১৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নাইলের মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে তরুণ সমাজ। একজন শ্বেতাঙ্গ পুলিশ গুলি করে হত্যা করেন নাইলকে।
জাতীয়
  • ভারতের প্রাণী সর্বেক্ষণ সংস্থার ১০৮ বছর পূর্ণ হল। এই প্রসঙ্গে এই সংস্থার একজন বিজ্ঞানী জানিয়েছেন, ২০২২ সালেও ৬৬৪ টি নতুন প্রজাতির প্রাণীর খোঁজ পেয়েছেন এই সংস্থার বিজ্ঞানীরা।
  • গভীর রাতে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে মৃত্যু হল তিনটি শিশু সহ ২৫ জন যাত্রীর। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলদানা জেলার সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে। সেখানে একটি পোস্টে ধাক্কা লেগে বাসটি উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে তাতে আগুন লেগে যায়।
খেলা
  • সাফ কাপের সেমিফাইনালে ভারত লেবাননকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে দিল। ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু অসামান্য খেলে দেশকে জিততে সাহায্য করেন। গত ১৬ দিনের মধ্যে এই নিয়ে ভারত দুবার হারালো লেবালনকে, অন্য একটি ম্যাচ ছিল গোল শূন্য। ভারত এদিন ফাইনালে উঠলো। ১৪ বারের মধ্যে ভারত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো ১৩ বার। চ্যাম্পিয়ন হয়েছে আটবার। অন্যদিকে অন্য সেমিফাইনালে কুয়েত ১-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশকে। আমন্ত্রিত অতিথি দল হিসেবে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেই ফাইনালে পৌঁছল কুয়েত।
  • ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে খেলছে না ওয়েস্ট ইন্ডিজ। তারা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটেও তারা দুবার চ্যাম্পিয়ন হয়েছে। এদিন বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ড-এর কাছে পরাজিত হওয়ার পরই নিশ্চিত হয় যে তারা অন্তত এবার বিশ্বকাপে খেলতে পারবে না।
বিবিধ
  • বিশ্বের সবথেকে প্রাচীন সংবাদপত্র বন্ধ হয়ে গেল। ১৭০৩ সালের আগস্টে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ওই সংবাদপত্র ছাপা শুরু হয়েছিল। গত ৩২০ বছর ধরে তা একনাগাড়ে ছাপা হয়ে এসেছে। এই পত্রিকার নাম উইনার জাইতুং। আর্থিক ক্ষতির কারণেই এটি শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল। তারা লিখেছে গত ১১৬৮৪০ দিনে ,৩৮৩৯ টি মাসে, ৩২০ বছরে, তারা ১০ জন সম্রাট ১২ জন প্রেসিডেন্ট ও দুটি প্রজাতন্ত্র দেশকে দেখেছে।
  • বিশ্বের প্রথম সংস্থা হিসেবে শেয়ার মূল্যের বিচারে তিন লক্ষ কোটি ডলার শেয়ার মূল্য স্পর্শ করল অ্যাপল। ভারতীয় মুদ্রায় এই টাকার অংক ২৪৭ লক্ষ কোটি টাকা। ১২ বছর আগে স্টিভ জোভসের কাছ থেকে এই সংস্থা কিনে নেন টিম কুক। তখন অ্যাপেলের শেয়ার বাজারে মোট সম্পদ ছিল ৩৫০০০ কোটি ডলার।
  • সদ্য সমাপ্ত জুন মাসে দেশে জিএসটি বাবদ অর্থ সংগ্রহ হয়েছে ১৬১৪৯৭ কোটি টাকা। এক বছর আগের জুন মাসের থেকে তা ১২% বেশি। এই নিয়ে চতুর্থ বার জিএসটি সংগ্রহ ১.৬ লক্ষ কোটি টাকা অতিক্রম করল। প্রসঙ্গত দেশে পরোক্ষ কর জিএসটি সংগ্রহ এই নিয়ে ছয় বছর পূর্ণ করল।
  • বিশ্বের চতুর্থ বৃহত্তম ব্যাংকের স্বীকৃতি পেল এইচডিএফসি। তাদের মোট গ্রাহক সংখ্যা বেড়ে হল ১২ কোটি। প্রসঙ্গত বিশ্বের বৃহত্তম ব্যাংকের মধ্যে প্রথম তিনটি হল জেপি মরগ্যান চেস, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়না এবং ব্যাঙ্ক অফ আমেরিকা।