কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ জুন ২০২৩

244
0
Current Affairs 30th June

আন্তর্জাতিক
  • পদত্যাগ করলেন ব্রিটেনের পরিবেশ মন্ত্রী লর্ড জ্যাক গোল্ডস্মিথ। তিনি সরাসরি অভিযোগ জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের দিকে। তাঁর দাবি জলবায়ু পরিবর্তনের জন্য পরিবেশ খাতে অর্থ বরাদ্দে আদৌ আন্তরিক নন সুনক। অন্যদিকে ব্রিটেনের রাজনৈতিক মহলে গুঞ্জন, সাংসদদের প্রিভিলেজ কমিটির সমালোচনায় গোল্ডস্মিথ বাধ্য হয়েছেন পদত্যাগ করতে। সম্প্রতি পার্টি গেট কেলেঙ্কারিতে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে মামলার তদন্ত তিনি প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ।
  • প্যারিসের বিভিন্ন শহরে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করল সাধারণ মানুষ। প্যারিস, মারসেই, লিও, বর্দো, আনেসি, তুলা প্রভৃতি শহরে লাগাতার বিক্ষোভ চলছে। গ্রেপ্তার করা হয়েছে ছয় শতাধিক মানুষকে। সম্প্রতি নতে অঞ্চলে ১৭ বছরের একজন আলজিরিও বংশোদ্ভূত ফরাসি নাগরিক কৃষ্ণাঙ্গ কিশোর নাইলকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেন একজন শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। তারপর থেকেই বিক্ষোভ দানা বেঁধেছে ফ্রান্সের বিভিন্ন শহরে।
  • টাইটান ডুবোজাহাজ ধ্বংস হলেও অতলান্তিকের গভীরে ডুবোজাহাজ নিয়ে অভিযান বন্ধ হবে না। এই কথা জানালো ওসানগেট সংস্থা। এক বছর পর পুনরায় অভিযান শুরু হবে বলে জানানো হলো। অতলান্তিকের ১৩ হাজার ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর কাজ চলবে বলে জানালো তারা।
জাতীয়
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদীর সঙ্গে টেলিফোনে কথা বললেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। গত ২৪ জুন রাশিয়ায় বেসরকারি সেনাবাহিনীর বিদ্রোহের সময় ভারত রাশিয়ার পাশে থাকায় তিনি ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এবং জি ২০ নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গেছে।
  • দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দিল্লির মেট্রো চড়ে বিশ্ববিদ্যালয়ে যান ও ফেরেন।
  • তামিলনাড়ুর মহিলা থানাগুলি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তামিলনাড়ুর ২২২ টি মহিলা থানাকে দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে হবে। এই নির্দেশ দিলেন মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের বিচারপতি আর শুভ্রমনিয়ম এবং বিচারপতি এল ভিক্টোরিয়া গৌরী।
খেলা
  • ডায়মন্ড লিগে সোনার পদক জিতলেন ভারতের নীরজ চোপড়া। তিনি ৮৭.৬৬ মিটার জ্যাভলিন ছুঁড়ে চ্যাম্পিয়ন হলেন। এর আগে দোহা ডায়মন্ড লিগেও সোনার পদক জিতেছিলেন তিনি। টোকিও অলিম্পিকেও তিনি জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতে ছিলেন। এদিন সুইজারল্যান্ডে তিনি দ্বিতীয়বার ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হলেন।
  • লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩২৫ রান করল। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে দুই উইকেট খুইয়ে করেছে ১৩০ রান। প্রথম ইনিংসে ৪১৬ রান করেছিল অস্ট্রেলিয়া।
  • স্নায়ুর পারকিনসনস রোগে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক অ্যালান বর্ডার। তিনি নিজেই এই সংবাদ জানিয়েছেন। টেস্টে ২৭ টি শতরান রয়েছে তাঁর। প্রথম ব্যটার হিসেবে টেস্টে ১১ হাজার রান করেছিলেন তিনি। এখন তাঁর বয়স ৬৮ বছর।
  • দক্ষিণ কোরিয়ার উসানে আয়োজিত এশিয়ান কবাডি চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলো ভারতের পুরুষ দল। ফাইনালে তারা ৪২ – ৩২ পয়েন্টে হারিয়ে দিল ইরানকে। এই নিয়ে অষ্টম বার এই খেতাব জিতল ভারত।
বিবিধ
  • পশ্চিমবঙ্গে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বুথে ভোট গ্রহণের দায়িত্বে এই প্রথমবার মহিলাদের নিযুক্ত করা হচ্ছে। পশ্চিমবঙ্গে মোট পঞ্চায়েত বুথের ২.৫ শতাংশ, সংখ্যায় ৬১ হাজার ৩৪০ টি বুথের মধ্যে ১৫৬৬ টি বুথ হবে মহিলা কর্মী দ্বারা পরিচালিত।