কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ আগস্ট ২০২১

607
0
current affairs
Courtesy: DW

আন্তর্জাতিক
  • নির্দিষ্ট সময়ে অর্থাৎ ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে বলে জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে কাবুলে গিয়ে তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বরাদরের সঙ্গে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ র প্রধান উয়িলিয়াম বার্নস গোপনে বৈঠক করে এসেছেন বলে একটি মার্কিন সংবাদপত্র দাবি করল। এই পরিস্থিতির জন্য পাকিস্তানকে দায়ী করলেন আফগান পপ গায়িকা আরিয়ানা সাঈদ।এদিকে পঞ্চশির দখল করতে মরিয়া তালিবান  জঙ্গিরা উপত্যাকার নিরীহ মানুষদের বন্দি করে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানালেন পদচ্যুত আফগান উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালে।
জাতীয়
  • মহারাষ্ট্রের রত্নগিরি থেকে কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট, ও মাঝারি শিল্পমন্ত্রী নারায়ন রানেকে গ্রেফতার করল পুলিশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তার নামে। পরে অবশ্য জামিন পেয়েছেন তিনি। ঘটনার জেরে রাজ্যের নানা স্থানে সংঘর্ষ হয় শিবসেনা এবং বিজেপি কর্মীদের মধ্যে। রানে নিজেও অতীতে ছিলেন শিবসেনা নেতা।
বিবিধ
  • ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য পাঠ্যসূচি কমিয়ে দেওয়া হল। ৩০-৩৫ শতাংশ পাঠ্যসূচি কমানোর নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
খেলা
  • মালদ্বীপের মালেতে বাংলাদেশের বসুন্ধরা কিংস এর সঙ্গে ড্র করল এটিকে মোহনবাগান (১-১)। এর ফলে অপরাজিত দল হিসাবে এএফসি কাপের সেমিফাইনালে উঠল মোহনবাগান।  ২০২৩ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেও তারা সরাসরি খেলার সুযোগ পাবে এর ফলে।
  • প্যারা অলিম্পিক্সের উদ্বোধন হল টোকিয়োয়। কুচকাওয়াজে ভারতের পতাকা বহন করলেন টেকচাঁদ। ৫৩ জন প্রতিযোগী অংশ নেবেন ভারতের হয়ে।  প্রতিযোগীদের মধ্যে আফগানরা না-থাকায় স্বেচ্ছাসেবকরাই হাঁটলেন আফগানিস্তানের পতাকা নিয়ে।