কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ ফেব্রুয়ারি ২০২৪

117
0
Current Affairs 25th February

আন্তর্জাতিক
  • ইয়েমেনের রাজধানী সানায় হুথি জঙ্গিদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আকাশপথে অভিযান চালালো মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সেনাবাহিনী। তারা ১৮ টি ঘাঁটিতে হামলা চালায় বলে জানা গেছে। এবারে এই হামলা চালানো হলো লোহিত সাগরে জঙ্গিদের সক্রিয়তা ঠেকাতে। গত ১৮ ফেব্রুয়ারি পুনরায় লোহিত সাগরে ‘রুবিমার’ নামে একটি বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালায় হুথি জঙ্গিরা, জাহাজটি আরব আমিরশাহি থেকে বুলগেরিয়া যাচ্ছিল। হামলার পর সমুদ্রের ওপর অন্তত ২৯ কিলোমিটার এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনাকে ‘পরিবেশগত বিপর্যয়’ বলে দৃষ্টি আকর্ষণ করেছে।
  • যৌথ সামরিক মহড়ায় অংশ নিল ভারত, মলদ্বীপ এবং শ্রীলংকা। ভারত মহাসাগরে মলদ্বীপ উপকূলের কাছে এই মহড়ার আয়োজন করা হয়েছে। তিন দেশের উপকূল রক্ষী বাহিনী এই মহড়ায় অংশ নিল। এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘দোস্তি’।
জাতীয়
  • দেশের বৃহত্তম কেবল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের এই সেতুর নাম দেওয়া হয়েছে সুদর্শন সেতু। এটি ওখা এবং ভেট দ্বারকা নগরকে জুড়েছে। এই সেতুটি ২.৩২ কিলোমিটার লম্বা এবং ২৭.২০ মিটার চওড়া। এই সেতু নির্মাণে খরচ হয়েছে ৯৭৯ কোটি টাকা। প্রধানমন্ত্রী এদিন স্কুভা ডাইভিং করে আরব সাগরের নিচে তলিয়ে যাওয়া প্রাগৈতিহাসিক শহর দ্বারকা ঘুরে দেখলেন। তিনি দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনা করেন। এদিনই কল্যাণীতে এইমস হাসপাতালের অন্ত:বিভাগের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। তিন মাস আগেই ওই হাসপাতালে বহির্বিভাগ চালু হয়ে গিয়েছিল।
  • চন্ডিগড়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন হরিয়ানার ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল-এর সভাপতি নাফে সিং রাঠি। এই হামলায় তাঁর দুই সহকর্মীরও মৃত্যু হয়েছে।
 খেলা
  • রাঁচি টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে করল ১৪৫ রান। ভারত প্রথম ইনিংসে ৩০৭ রান করেছিল দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে তুলেছে ৪০ রান। ভারতের হয়ে পাঁচ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি এই নিয়ে টেস্টে ৩৫ বার এক ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি উইকেট পেলেন। এই কীর্তিতে অশ্বিন। স্পর্শ করলেন অনিল কুম্বলেকে। এদিন কঠিন পরিস্থিতিতে নব্বই রান করে ভারতকে লড়াইয়ে পেরালেন ভারতের তরুণ উইকেট রক্ষক ধ্রুব জুরেল।
বিবিধ
  • চালক ছাড়াই প্রায় ৮০ কিলোমিটার ছুটলো একটি মালগাড়ি। সেখানে ছিল পাথরকুচি বোঝাই ৫৩ টি কামরা। জম্মুর কাটুয়া স্টেশনে চালক নেমে যাওয়ার পর ডিজেল চালিত মালগাড়িটির চলতে শুরু করে। এরপর শেষ পর্যন্ত পাঞ্জাবের হোশিয়ারপুরে উচুবস্তি এলাকায় সেটিকে থামানো সম্ভব হয়। প্রসঙ্গত বছর ছয়েক আগে যাত্রীবোঝাই আমেদাবাদ পুরী সুপারফাস্ট এক্সপ্রেস চালক ছাড়া ১৭ কিলোমিটার গড়িয়ে গিয়েছিল।
  • চলচ্চিত্র পরিচালক কুমার সাহানি (৮৩) প্রয়াত হলেন। তাঁর পরিচালনায় প্রথম ছবি ছিল ‘মায়াদর্পণ’। প্রথম ছবিতেই পেয়েছিলেন জাতীয় পুরস্কার। ‘তরঙ্গ’, ‘চার অধ্যায়’, ‘কসবা’ প্রভৃতি বহু ছবির পরিচালক ছিলেন তিনি।