কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ আগস্ট ২০১৮

428
0

জাতীয়

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। এই অভিযোগে দেশের নানা শহরে তল্লাসি চালিয়ে ৭ জন বুদ্ধিজীবীকে গ্রেপ্তার করল পুণে পুলিশ। দিল্লি থেকে গৌতম নওলখা, হায়দরাবাদ থেকে ভারভারা রাও, মুম্বই থেকে ভার্নন গঞ্জালভেজ, অরুণ ফেরাইরা, রাঁচি থেকে ফাদার স্ট্যান স্বামী, ফরিদাবাদ থেকে সুধা ভরদ্বাজ এবং গোয়া থেকে আনন্দ তেলতুম্বড়েকে গ্রেপ্তার করা হল।
  • দক্ষিণবঙ্গে ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫। কম্পনের উৎসস্থল হুগলির গোঘাটের নবাসন গ্রাম।
  • এম কে স্ট্যালিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএমকের সভাপতি নির্বাচিত হলেন। দল প্রতিষ্ঠার পর এই প্রথম করুণানিধি বাদে অন্য কেউ তার সভাপতি হলেন। প্রয়াত করুণানিধিরই পুত্র স্ট্যালিন।
  • ‘গগনায়ন ২০২২’ প্রকল্পে ৪ বছর পর ভারত ৩ জন নভশ্চরকে মহাকাশ পাঠাবে। তাঁরা ৫/৭ দিন মহাকাশে থাকবেন। ‘জিএসএলভিএমকে থ্রি’ রকেট চড়ে তাঁরা যাবেন। এদিন এই তথ্য প্রকাশ করলেন ইসরো চেয়ারম্যান কে সিভন।

আন্তর্জাতিক

  • ভূকম্পন অনুভূত হল ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ছিল ৬.২। ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
  • ফ্রান্সের পরিবেশমন্ত্রী নিকোলাস উলো একটি সাক্ষাৎকার চলাকালীন ইস্তফা দিলেন মন্ত্রিত্ব থেকে। এদিন তিনি একটি রেডিওতে সাক্ষাৎকার দিচ্ছিলেন। জলবায়ু পরিবর্তন রুখতে সরকার ব্যর্থ হয়েছে, এই দাবি মেনে তিনি সেখানেই ইস্তফার কথা বললেন।
  • ভারতীয় অর্থনীতিবিদ সত্য এস ত্রিপাঠী রাষ্ট্রসঙ্ঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হলেন। এছাড়াও রাষ্ট্রসঙ্ঘের পরিবেশ প্রকল্প (ইউএনইপি)-র নিউইয়র্ক দপ্তরের প্রধান পদে তিনি নিযুক্ত হলেন।

খেলা

  • ১৮তম এশিয়ান গেমসের দশম দিনে ভারতের হয়ে ইতিহাস গড়লেন মনজিৎ সিং। ছেলেদের ৮০০ মিটারে তিনি সোনা জিতলেন। একই দৌড় প্রতিযোগিতায় রুপো জিতলেন ভারতের জিনসন জনসন। দুজনের সময় যথাক্রমে ১ মিনিট ৪.১৫ সেকেন্ড এবং ১ মিনিট ৪৬.৩৫ সেকেন্ড। ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে চার্লস বোমারিওর পর ফের এই বিভাগে সোনা জিতল ভারত। ১৯৫১ এশিয়াডে ৮০০ মিটার দৌড়ে ভারতের হয়ে সোনা ও রুপো জিতেছিলেন রণজিৎ সিং-কুলবন্ত সিং। টেবল টেনিসে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়ল ভারতের পুরুষ দল। এই প্রথম এশিয়ান গেমসে টিটিতে পদক জিতল ভারত। দলটিতে ছিলেন জি সাথিয়ান, শরৎ কমল, অ্যান্টনি অমলরাজ। তিরন্দাজিতে পুরুষ ও মহিলাদের কম্পাউন্ড ইভেন্টে রুপো জিতল ভারত। ছেলেদের দলে অভিষেক ভার্মা, রজত চৌহান, আমন সাইনি এবং মেয়েদের দলে মুসকান, মধুমিতা কুমারী ও জ্যোতি সুরেখা ছিলেন। ব্যাডমিন্টনে মেয়েদের সিঙ্গলসে রুপো জিতলেন পি ভি সিন্ধু। ৪x৪০০ মিটার মিক্সড রিলে দৌড়ে রুপো জিতল ভারত। হকিতে ভারতের ছেলেরা ২০-০ গোলে হারাল শ্রীলঙ্কাকে। ৫ ম্যাচে ভারত ৭৬ গোল করল। এদিন ভারতের পদক সংখ্যা পৌঁছল ৫০-এ (৯ সোনা, ১৯ রুপো, ২২ ব্রোঞ্জ)।
  • অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটে ভারতের অধিনায়ক নিযুক্ত হলেন পবন শাহ।
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইংল্যান্ডের জেমি ভার্ডি ও গ্যারি ক্যাহিল।

বিবিধ

  • নতুন শিল্প নীতি তৈরি করছে কেন্দ্র। দেশে প্রথম শিল্প নীতি তৈরি হয়েছিল ১৯৫৬ সালে। দ্বিতীয় শিল্প নীতি তৈরি হয় ১৯৯১ সালে। শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত নীতি পেশ হবে বলে জানা গেছে। কেন্দ্রের আশা, ২০৩২ সালে ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতিতে (মার্কিন যুক্তরাষ্ট্র, চিনের পর) পরিণত হবে।
  • শেয়ার সূচক সেনসেক্স ৩৮৮৯৬.৬৩ পয়েন্টে এবং নিফটি ১১৭৩৮.৫০ পয়েন্টে পৌঁছে উচ্চতার নতুন নজির গড়ল।