কারেন্ট অ্যাফেয়ার্স ২ ফেব্রুয়ারি ২০২৪

145
0
Current Affairs 2nd February

আন্তর্জাতিক
  • সিরিয়া সীমান্তে জর্ডনে মার্কিন সেনাঘাঁটিতে সশস্ত্র হামলার জেরে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। এই হামলার পিছনে ইরানের মদনপুষ্ট জঙ্গিরা দায়ী বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার তারা বলল ইরাক ও সিরিয়ায় অবস্থিত  ইরানের ঘাঁটিগুলো সামরিক অভিযান চালিয়ে তারা ধ্বংস করবে। এদিকে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রইসি বলেছেন, ইরান যুদ্ধ শুরু করবে না, কিন্তু আক্রান্ত হলে তারা ছেড়ে কথা বলবে না।
  • পুনরায় একজন ভারতীয় ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হল মার্কিন যুক্তরাষ্ট্রে। এদিন দেহ উদ্ধার হয় সিনসিনাটির লিন্ডোনা স্কুল অব বিজনেসের ১৯ বছরের ছাত্র শ্রেয়স রেড্ডির। এই নিয়ে মাত্র কয়েক দিনের মধ্যে চারজন ভারতীয় ছাত্রের মৃত্যু হল মার্কিন মুলুকে। তাঁরা হলেন বিবেক সাইনি, অকুল বি ধাওয়ান, এবং নীল আচার্য।
জাতীয়
  • ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন চম্পই সোরেন। তিনি ঝাড়খন্ড মুক্তি মোর্চা দলের পরিষদীয় নেতা। কংগ্রেস, আরজেডি এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চা জোটের নেতা হিসেবে তিনি এদিন শপথ গ্রহণ করলেন। তাঁকে দশ দিনের মধ্যে বিধানসভায় আস্থা ভোট নেওয়ার নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান। এদিকে ইস্তফা দেওয়ার পরের দিনই প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছিল ই ডি।
খেলা
  • হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ভারত ছয় উইকেট হারিয়ে ৩৩৬ রান করল। এর মধ্যে   যশশ্রী জয়সাওয়াল একাই করেছেন অপরাজিত ১৮৯ রান। এটি তাঁর জীবনের প্রথম টেস্ট শতরান। ওভার বাউন্ডারি মেরে তিনি শতরানে পৌঁছন। একসময় মুম্বইয়ের আজাদ ময়দানে ফুচকা বিক্রি করতেন যশশ্রী। সেখান থেকে তিনি টেস্টের রাজপথে পৌঁছেছেন নিজের পরিশ্রমকে পাথেয় করে।  ইংল্যান্ডের হয়ে অভিষেক টেস্টে নজর কাড়লেন স্পিনার শোয়েব বশির।
  • অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের সুপার সিক্সে ভারত ১৩২ রানে হারিয়ে দিল নেপালকে। ভারত উঠল সেমিফাইনালে। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
  • কলকাতার ইডেন গার্ডেনসে রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার বিরুদ্ধে মুম্বই প্রথম দিনের শেষে করল ৬ উইকেটে ৩৩০ রান। এক সময়ে মুম্বইয়ের স্কোর ছিল চার উইকেটে ১৪৪।
  • প্রীতি ফুটবলে রিয়াদে ইন্টার মায়ামিকে ৬-০ গোলে হারিয়ে দিল সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল নাসের। প্রসঙ্গত, ইন্টার মায়ামির হয়ে এদিন খেললেন লিওনেল মেসি। অন্যদিকে আল নাসের দলের ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে রোনাল্ডো এদিন ম্যাচ খেলেননি।
বিবিধ
  • তামিল চলচ্চিত্রে সুপারস্টার থালাপতি বিজয়। এবার তিনি রাজনীতিতে যোগদান করছেন। এজন্য নতুন একটি রাজনৈতিক দল গঠন করলেন তিনি। দলের নাম ‘তামিলগা ভেত্রী কাঝাগম’।