কারেন্ট অ্যাফেয়ার্স ২ মার্চ ২০২৪

101
0
Current Affairs 2nd March

আন্তর্জাতিক
  • কুখ্যাত লস্করইতৈবা জঙ্গি আজম চিমা পাকিস্তানে বহাল তবিয়াতে রয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে এসেছে ভারত। এতদিন এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। এদিন জানা গেল হৃদরোগে আক্রান্ত হয়ে এই জঙ্গিনেতা প্রাণ হারিয়েছে। পাকিস্তানেফয়সলাবাদের বাহয়ালপুরেএই ঘটনা ঘটেছে।প্রসঙ্গত, মুম্বাইয়ে ট্রেনে বিস্ফোরণ,কুখ্যাত মুম্বই হামলাসহ ভারতবর্ষে বিভিন্ন নাশকতামূলক ঘটনায় পাক মদত পথ জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার অভিযুক্তচিমা।
  • শৈত্য প্রবাহ গ্রাস করছে আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলকে। বিচ্ছিন্ন হয়ে গেছে বহু এলাকা। বরফে অন্তত ১৫ জন আফগাননাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জাতীয়
  • কুখ্যাত অপরাধী মহম্মদগাউস নিয়াজিকে দক্ষিণ আফ্রিকা থেকে গ্রেপ্তারকরে দেশে ফিরিয়ে আনলো জাতীয় তদন্তকারীসংস্থা (এনআইএ)। নিষিদ্ধ সংগঠন পিএফআইয়েরওনেতা এই গ্যাংস্টার। তার বিরুদ্ধে ৪০টির বেশি মামলা রয়েছে।
  • মোটরসাইকেলে এশিয়া ভ্রমণে বেরিয়ে ঝাড়খন্ডে এসে মর্মান্তিক পরিণতির শিকার হলেন স্পেনের একদম্পতি।ঝাড়খণ্ডের দুমকায় তাঁদেরওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশ থেকে ভারতে ঢুকে নেপাল যাওয়ার পরিকল্পনা ছিল ওই দম্পতির।
  • বাড়িতে বসে ভোটদানে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৮৫ বছর করল ভারতের নির্বাচন কমিশন। এতদিন তা ছিল ৮০ বছর। আসন্ন লোকসভা নির্বাচনে এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
  • চিনথেকে পাকিস্তানের যাওয়ার পথে মুম্বইয়ের নব সেবা বন্দরে মালটার একটি জাহাজকে আটকালো ভারত। জাহাজটির নাম সি এম এ সিজিএম অ্যাটিলা। সেখানেভুয়ো নথিপত্র ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম পাওয়া গেছে।আন্তর্জাতিক নিয়ম মেনেই জাহাজটিকে আটকানো হয়েছে বলে জানা গেছে।
খেলা
  • ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। এরপর ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের দৌড়ে এগিয়ে গেল সৌদি আরব।
  • রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১৪৬ রান করল তামিলনাড়ু। জবাবে মুম্বাই ২ উইকেট হারিয়ে তুলল ৪৫ রান। অন্য সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১৭০ রান করল বিদর্ভ।জবাবে এক উইকেট হারিয়ে সাতচল্লিশ রান করেছে মধ্যপ্রদেশ।
বিবিধ
  • ভারতীয় বায়ুসেনার একটি বিমানবন্দর দশ দিনের জন্য আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেয়েছে। গুজরাটের জামনগরে শিল্পপতি মুকেশ অম্বানির পুত্র অনন্ত এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের জন্য দেশ-বিদেশের বহু অতিথি উপস্থিত হয়েছেন।তাঁদেরজন্যইজামনগর বিমানবন্দরটিতে কাস্টমস, ইমিগ্রেশন প্রভৃতি বিভাগ চালু করে দশ দিনের জন্য আন্তর্জাতিকবিমানবন্দরের মর্যাদা দেওয়া হয়েছে। দেশ-বিদেশের বহু খ্যাতনামা ব্যক্তি যোগ দিচ্ছেন এই প্রাকবিবাহ অনুষ্ঠানে।