কারেন্ট অ্যাফেয়ার্স ১০ ডিসেম্বর ২০২০

532
0

আন্তর্জাতিক

  • বিরল দৃশ্য দেখা গেল নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে৷ নির্দিষ্ট দিনের অনুষ্ঠানে প্রাপক, তাঁদের পরিবার বা কোনো দর্শকই উপস্থিত ছিলেন না৷ পদক ও মানপত্র বাড়িতে বসেই পাবেন তাঁরা৷ এদিন জনশূন্য প্রেক্ষাগৃহে গুটিকয় সাংবাদিকের সামনে নোবেল পুরস্কার প্রাপকদের বিষয়ে সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন পুরস্কার কমিটির কয়েকজন কর্তা৷
  • এদিকে এদিনই একদিনে ৩০৫৪ জনের প্রাণহানি হল মার্কিন যুক্তরাষ্ট্রে৷ করোনা সংক্রমণে এক দিনে এতজনের জীবনহানি সেখানে একটি রেকর্ড৷ বিশ্বে মোট ১৫,৮৪,১৩০ জনের প্রাণ কেড়েছে করোনা৷ সংক্রমিতের সংখ্যা ৭ লক্ষ অতিক্রম করে গেল৷
  • আফগানিস্তানের জালালাবাদে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল সাংবাদিক মালালা সাইওয়ান্দের৷

 

জাতীয়

  • সংসদের নতুন ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ২০২০ সালে দেশের স্বাধীনতাদিবসের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের সময় নতুন ভবন উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এজন্য ৯৭১ কোটি টাকা ব্যয় হবে৷ এখনকার ভবনটি পরিণত হবে সংগ্রহশালায়৷

 

 

বিবিধ

  • আগ্রার সিদ্ধান্ত বাত্রাকে আইআইটি বম্বেতে ভর্তির জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ প্রসঙ্গত, জেইই (অ্যাডভান্সড) পরীক্ষায় ২৭০ স্থান পেয়েছিলেন তিনি৷ অনলাইনে ভুল লিঙ্কে ক্লিক করায় তিনি ভর্তির সুযোগ হারিয়েছিলেন৷

 

খেলা

  • ইতালি ফুটবলের কিংবদন্তি পাওলো রোসি (৬৪) প্রয়াত হলেন৷ ১৯৮২ সালে তাঁর ব্যক্তিগত দক্ষতার জেরেই ইতালি বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বলে অনেকের মত৷ সেবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোসি৷ সেমিফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে ২টি ও ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে একটি গোল করেছিলেন৷ ইতালির হয়ে ৪৮টি ম্যাচে ২০টি গোল আছে তাঁর৷ ক্লাবের হয়ে ৩৪০ ম্যাচে ১৩৪টি গোল রয়েছে রোসির৷
  • আইএসএলে এসসি ইস্টবেঙ্গল-জামশেদপুর এফসি ম্যাচ গোলশূন্যভাবে শেষ হল৷
  • ভারত সফরে ইংল্যান্ড ক্রিকেট দল চেন্নাই, আমেদাবাদ ও পুণেতে মোট ৪টি টেস্ট, ৩টি একদিনের ও ৫টি টি২০ ম্যাচ খেলবে৷ আমেদাবাদের নবনির্মিত মোতেরায় হবে গোলাপি বলের টেস্ট৷

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল