কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জানুয়ারি ২০২৪

121
0
Current Affairs 6th January

আন্তর্জাতিক
  • বছরের প্রথম দিনেই জাপানের পশ্চিমাংশে অনুভূত হয়েছিল তীব্র ভূকম্পন। সেই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৬। এখনো দুই শতাধিক ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। জখম হয়েছেন পাঁচ শতাধিক ব্যক্তি।
  • বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগের দিন ১৩ টি স্কুল বাড়িতে এবং নটি গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটলো। ভোটবয়কটের দাবিতে অনড় বিএনপি এবং জামাতে ইসলামি জোট এই নাশকতা ঘটিয়েছে বলে দাবি পুলিশের। দশ বছর আগে ভোটের আগের দিন ৭৫৭ টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেবার মৃত্যু হয়েছিল ১৮ জনের।
  • নিউইয়র্কের আদালতে তৃতীয় দফায় প্রকাশিত হলো প্রয়াত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টাইনের ব্যক্তিগত নথি। এবার সেখানে প্রকাশিত হলো প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটনের নাম। দেড়শ জন ব্যক্তির নাম রয়েছে যার মধ্যে আরও রয়েছে অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, ম্যাজিশিয়ান ডেভিড কপারফিল্ড, মডেল নাওমি ক্যাম্পবেল, পরিচালক জর্জ লুকা এবং অভিনেত্রী ক্যামেরন ডিয়াজের নাম।
জাতীয়
  • নির্ধারিত সূচি মেনে নির্দিষ্ট স্থানে পৌঁছে তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ শুরু করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এর পাঠানো সৌরযান আদিত্য এল ১। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল এই সৌরযান। এতদিনে তা ১৫ লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছেছে লাগরাঞ্জ পয়েন্ট এ। এখানেই পাঁচ বছর ধরে পাক খেয়ে সূর্য সংক্রান্ত তথ্য পাঠাবে এই সৌরযান।
  • ‘এক দেশ এক ভোট’ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে চাইল এই বিষয়ের উচ্চ পর্যায়ের প্যানেল। ১৫ জানুয়ারির মধ্যে সাধারণ মানুষ মতামত জানাতে পারবেন বলে জানানো হয়েছে।
খেলা
  • প্রয়াত হলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মারিও জাগালো। বিরানব্বই বছর বয়স হয়েছিল তাঁর । ব্রাজিলের হয়ে ৩৩ ম্যাচে তিনি পাঁচটি গোল করেছিলেন। ১৯৫৮ এবং ১৯৬২ সালে তিনি বিশ্বকাপ জয়ী ব্রাজিল ফুটবল দলের সদস্য ছিলেন। তাছাড়াও কোচ অথবা সহকারি কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন ১৯৭০ সালে। পরে কার্লোস  আলবার্তো  পেরিরার সহকারি কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন ১৯৯৪ সালে। ১৩ নম্বর জার্সি পরতেন তিনি। চারবার বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে সম্পর্ক ছিল একমাত্র তাঁরই । প্রখর ফুটবল জ্ঞানের জন্য তাকে বলা হতো প্রফেসর। মাঠে পেলের সঙ্গেই খেলতেন তিনি, আর এক বছর আগে প্রয়াত হয়েছেন পেলেও।
  • সিডনিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। এর ফলে পাকিস্তানকে তিন টেস্টের সিরিজে তারা ৩-০ ব্যবধানে হারালো। এই এই টেস্টের সঙ্গে সঙ্গে ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। ১১২ টেস্টে ৮৭৮৬ রান রয়েছে তাঁর। রয়েছে ২৬ টি শতরান এবং ৩৭টি অর্ধশতরান।
বিবিধ
  • ক্যারিবিয়ান উপসাগরে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভারের। একান্ন বছর বয়সি অলিভার দুই শিশু কন্যাকে নিয়ে নববর্ষের ছুটি কাটাতে গিয়েছিলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেখানে এক ইঞ্জিনের ছোট্ট একটি বিমানে তাঁরা উড়ান দিয়েছিলেন সাগরের উপর। বিমানটি মাঝপথে বিগড়ে যায় এবং সেটি ভেঙে পড়ে সমুদ্রের বুকে। চালকসহ চারজনেরই মৃত্যু হয়েছে। এই ঘটনায়।