কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ ডিসেম্বর ২০২০

732
0

আন্তর্জাতিক

  • এশিয়ার প্রথম দেশ হিসাবে সিঙ্গাপুর ফাইজার সংস্থার কোভিড প্রতিষেধককে ছাড়পত্র দিল৷ ব্রিটেন, কানাডা ইত্যাদি সাতটি দেশ তাদের টিকা অনুমোদন করেছে৷ এদিন মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হল ফাইজার-বায়োএনটেক সংস্থার ভ্যাকসিন দেওয়া৷ মার্কিন মুলুকে প্রথম ভ্যাকসিনটি দেওয়া হল কুইনসের “লং আইল্যান্ড জুইশ মেডিক্যাল সেন্টার”–এ কর্মরত কৃষ্ণাঙ্গ নার্স স্যান্ড্রা লিন্ডসেকে৷ বিশ্বে এরই মধ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭,৩০,১৮,৯০৭ জন৷ প্রাণহানি হয়েছে ১৬,২৪,৯৮৩ জনের৷

 

জাতীয়

  • দিল্লি-হরিয়ানা সীমান্তের সিংঘুতে অবস্থানের ১৮তম দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশনে বসলেন আন্দোলনরত কৃষকরা৷ পাঞ্জাব-হরিয়ানার বিভিন্ন শহরেও এদিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হল৷ এদিকে ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বক্তব্যের কড়া সমালোচনা করে তাঁকে খোলা চিঠি লিখলেন ভারতের ২২ জন প্রাক্তন কূটনীতিক৷
  • সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফ্রিগেট গোত্রের যুদ্ধজাহাজ “হিমগিরি” জলে নামল৷ “প্রজেক্ট ১৭এ” এর অধীনে যে ৩টি রণতরি তৈরি করছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, এটি তার অন্যতম৷ এদিন এই যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন টিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত৷

 

বিবিধ

  • ব্রিটিশ ঔপন্যাসিক জন ল্যো কার (৮৯) প্রয়াত হলেন৷ তাঁর আসল নাম ডেভিড কর্নওয়েল৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ব্রিটিশ গুপ্তচর হিসাবে কাজ করতেন তিনি৷ সেই অভিজ্ঞতা থেকেই জন ল্যো কার ছদ্মনামে স্পাই থ্রিলার লিখতে শুরু করেন৷ সব থেকে জনপ্রিয় উপন্যাস “দ্য স্পাই হু কেম ফ্রম দ্য কোল্ড”৷
  • গত অক্টোবর মাসে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৭.৬ শতাংশ৷ নভেম্বর মাসে তা সামান্য কমে হল ৬.৯৩ শতাংশ৷ পাইকারি ক্ষেত্রে মূল্যবৃদ্ধি হয়েছে ১.৫৫ শতাংশ যা গত ৯ মাসে সর্বোচ্চ৷

 

খেলা

  • কানাডার ৭ বছরের বালিকা রোরি ফন ভারোডোলজে ৮০ কেজি ওজন তুলে চমকে দিলেন ক্রীড়া বিশ্বকে৷
  • আইএসএল প্রতিযোগিতায় মুম্বই সিফি এফসি-জামশেদপুর এফসি ম্যাচ ড্র হল (১-১)৷
  • ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ২-০ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড৷ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা চলে এল তৃতীয় স্থানে৷

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল