কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ অক্টোবর ২০২১

536
0
daily current affairs
Courtesy: India Today

আন্তর্জাতিক
  • বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মোট প্রাণহানি ৫০ লক্ষে অতিক্রম করে গেল (৫০,০৮,৯৯২ জন)। এদিকে রাশিয়ায় কেবল সেপ্টেম্বর মাসেই করোনায় রেকর্ড ৪৪২৬৫ জন প্রাণহানি হয়েছে। সেখানে করোনার শিকার প্রায় ৫ লক্ষ।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের `ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল পলিসি’–এর ডিরেক্টর নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিতসক রাহুল গুপ্ত। তিনি একজন ভারতীয় কূটনীতিকের ছেলে। তাঁর জন্মও ভারতে।
জাতীয়
  • ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রানিসের সঙ্গে সাক্ষাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০০ সালে অটলবিহারী বাজপেয়ীর পর ফের কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পোপের সঙ্গে দেখা করলেন ভ্যাটিক্যন সিটিতে গিয়ে। পোপ তাঁকে একটি ব্রোঞ্জের ফলক দিলেন যেখানে লেখা `মরুভূমি একদিন উদ্যান হবে’।
  • হাজার হাজার মরা মাছ ভেসে উঠল অরুণাচল প্রদেশের কামেং নদীতে। নদীর জলও কালো হয়ে গেছে। চিনের অংশে দূষণের কারণে তা হয়ে থাকতে পারে বলে অনুমান।
খেলা
  • অনূর্ধ্ব ২৩ এএফফি কাপের বাছাই পর্বে ভারত টাইব্রেকারে ৪-২ গোলে পরাস্ত করল কিরগিজস্তানকে।
  • টি টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ড ৮ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে পরাস্ত করল দক্ষিণ আফ্রিকা। এদিন হ্যাট্রিক করলেন শ্রীলঙ্কার বোলার ওয়ানিজ্জু হামারাঙ্গা। এদিকে পাকিস্তানের বাবর আজম অধিনায়ক হিসাবে টি টোয়েন্টিতে দ্রুততম ১০০ রান (২৬ ইনিংসে) করলেন। তিনি বিরাট কোহলির (৩০ ইনিংস) রেকর্ড ভাঙলেন।
  • ডব্লিউটিটি কটটেনডার তিউনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভারতীয় জুটি জি সাথিয়ান ও হরমিত দেশাই।
বিবিধ
  • গত বছর ভারতে ১,৫৩,০৫২ জন আত্মঘাতী হয়েছেন। তাঁদের মধ্যে ১০, ১৮১ জন বিবাহিত। আবার তাঁদের মধ্যে অধিকাংশই পুরুষ(৭৩০৯৩)। এই তালিকায় মহারাষ্ট্র, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ সব থেকে এগিয়ে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে।